বাংলাদেশের বিপক্ষে আলো ছড়িয়ে আইসিসির মাস সেরা কামিন্দু

Kamindu Mendis

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করেন কামিন্দু মেন্ডিস। এর ফলও পেয়েছেন বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইরকে পেছনে ফেলে মাস সেরা ক্রিকেটার হয়েছেন তিনি।

সোমবার আইসিসি তাদের ওয়েবসাইটে মার্চ মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। অনুমিতভাবেই তাতে জেতেন কামিন্দু। মেয়েদের ক্রিকেটে মাস সেরা হয়েছেন ইংল্যান্ডের  মাইয়া বুশিয়েই।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে খুব বেশি কিছু করেননি। তিন ম্যাচে করেন ১৯, ৩৭ ও ১২। তবে টেস্টেই বদলে দেন নিজেকে। দলের সিরিজ জেতায় রাখেন সবচেয়ে বড় অবদান।

সিলেটে প্রথম টেস্টে শ্রীলঙ্কা ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর নেমেছিলেন। এরপর করেন ১০২ রান। ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে জুটিতে গড়ে দেন ব্যবধান। দ্বিতীয় ইনিংসেও কামিন্দু করেন সেঞ্চুরি। এবার করেন ক্যারিয়ার সেরা ১৬৪ রান।

৩০ মার্চ শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও আলো ছড়াতে দেখা যায় কামিন্দুকে। প্রথম ইনিংসে তিনি করেন ৯২ রান। দুই টেস্টে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬৭ রান। এই পারফরম্যান্সই স্পষ্টই ছাপিয়ে যায় বাকিদের।

মেয়েদের ক্রিকেটে বুশিয়েইর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। কিউইদের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতায় ৫৫.৭৫ গড়ে ২২৩ রান করে সেরার স্বীকৃতি পান বুশিয়েই।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago