তবু স্টার্কের উপরই আস্থা রাখছেন গম্ভীর

Mitchell Starc

এবার আইপিএলের মিনি নিলামে রেকর্ড মূল্য বিক্রি হয়ে হইচই ফেলে দেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে এসে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হন তিনি। এমনিতেই বড় তারকা, তারমধ্যে বিপুল দাম। তবে মাঠের পারফরম্যান্সে স্টার্কের কাছ থেকে মিলছে না তেমন কিছু। এতে অবশ্য এখনো হতাশা ভর করেনি কলকাতা নাইট রাইডার্সে ক্যাম্পে।

আইপিএলে এখন পর্যন্ত বেশ খরুচে স্টার্ক। প্রথম ম্যাচে তিনি দিয়েছিলেন ৫৩ রান, পরেরটিতে ৪৭, পরের দুই ম্যাচে অবশ্য উন্নতি হয়েছে। সর্বশেষ দুই ম্যাচে ২৫ ও ২৯ রান দেন বাঁহাতি পেসার। ৪ ম্যাচে ১৬ ওভার বল করে ১৫৪ রান খরচায় স্টার্ক পেয়েছেন স্রেফ ২ উইকেট।

তার মান তো বটেই, সাধারণ বোলারদের মানেরও নয় পারফরম্যান্স। তবে বড় এই তারকাকে তবু ঠিকই আগলে রাখছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর।

রোববার পহেলা বৈশাখের বিকেলে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স লড়বে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে। এই ম্যাচের আগে শনিবার ইডেনে সংবাদ সম্মেলনে গম্ভীর জানান স্টার্ককে নিয়ে এখনো তারা হতাশ নন, 'স্টার্ক দারুণ বোলার, প্রতিপক্ষ ওকে ভয় পায়। আমি ওর বোলিংয়ে সন্তুষ্ট। দেখতে হবে ও কঠিন সময়ে বল করে। আমি নিশ্চিত সামনে স্টার্কের সেরাটা দেখা যাবে।'

আইপিএলের শুরুটা বেশ ভালো করেছে কলকাতা। জিতেছে প্রথম চার ম্যাচের তিনটাই। জেতার মধ্যে থাকাতেই মূলত এক, দুজন খেলোয়াড়ের পারফরম্যান্স আলাদা করতে চাইছে না তাদের দল, 'আমরা চার ম্যাচের তিনটা জিতেছি। ব্যক্তিগতভাবে কোন খেলোয়াড় কেমন খেলছে সেটা মূল ব্যাপার নয়। বড় হচ্ছে দলের জয়। একজন ক্রিকেটারের কিছু কিছু দিন খারাপ যেতেই পারে।'

'দল জিতেছে বলে এভাবে উত্তর দিচ্ছে, হারলে হয়ত ভিন্ন হতো জবাব।'

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago