শেষ দুটি টি-টোয়েন্টির বাংলাদেশ দলে সাকিব-মোস্তাফিজ-সৌম্য

সাকিব আল হাসান, স্টেপ ফুটওয়্যার, এসএএইচ৭৫,
সাকিব আল হাসান। ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ১০ মাস পর ফিরেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে বিশ্রাম পাওয়া বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ডাক পেয়েছেন। চোট থেকে সেরে ওঠা টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারও ফিরেছেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব, মোস্তাফিজ ও সৌম্যকে জায়গা দিতে স্কোয়াডে পরিবর্তন এসেছে তিনটি। ওপেনার পারভেজ হোসেন ইমন ও অলরাউন্ডার আফিফ হোসেন বাদ পড়েছেন। পরিবারকে সময় দেওয়ার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

জাতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা পারভেজ চলতি সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নামা আফিফও ছিলেন একাদশের বাইরে। শরিফুল অবশ্য প্রথম দুটি টি-টোয়েন্টিতে খেলেন। প্রথম ম্যাচে খরুচে বোলিংয়ে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয়টিতে ৪ ওভারে ২৬ রানে পান ১ উইকেট।

সাকিব শেষবার বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের জুলাইতে, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। তখন তিনি ছিলেন অধিনায়ক। দুই ম্যাচের ওই সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-০ ব্যবধানে। সাকিব হয়েছিলেন সেরা খেলোয়াড়। ব্যাট হাতে ৩৭ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। 

চট্টগ্রামের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী শুক্রবার চতুর্থ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি রোববার মাঠে গড়াবে সকাল ১০টায়।

বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

16m ago