টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তাসকিন বিশ্রামে

Toss
ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের বিপক্ষে আগের চার ম্যাচ ছিলো সন্ধ্যায়। টস খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এবার প্রথমবারের মতন বাংলাদেশের মাঠে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে সকাল দশটায়, টসের কিছুটা প্রভাব থাকা স্বাভাবিক।  গুরুত্বপূর্ণ টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে জিম্বাবুয়ে।

 

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি একাদশে তিন বদল এনেছে স্বাগতিক দল। টানা খেলার মধ্যে থাকা তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম। চতুর্থ ম্যাচে খরুচে বল করা তানজিম হাসান সাকিব ও তানবীর ইসলাম একাদশে জায়গা হারিয়েছেন। তাদের বদলে একাদশে এসেছেন মাহমুদউল্লাহ, সাইফুদ্দিন ও শেখ মেহেদী হাসান।

জিম্বাবুয়েও তাদের একাদশে এনেছে এক বদল। পেসার রিচার্ড এনগারাভার জায়গায় খেলছেন অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাডিওয়ানশে মারুমানি, সিকান্দার রাজা, ক্লাব মাদান্দে, শন উইলিয়ামস, রায়ান বার্ল, লুক জঙ্গুই, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি।

Comments

The Daily Star  | English

HC issues rule for curbing air pollution in Dhaka

The HC bench of Justice Kazi Zinat Hoque and Justice Aynun Nahar Siddiqua issued the rule after hearing a writ petition

42m ago