বিশ্বকাপের আগে পাথিরানাকে নিয়ে চিন্তায় শ্রীলঙ্কা

Matheesha Pathirana

ইনজুরি যেন নিত্য সঙ্গী মাথিশা পাথিরানার। আইপিএলের আগে বাংলাদেশ সফরেও পেশির চোটে পড়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে আইপিএলে ফিরে পরে পারফর্মও করেন, চেন্নাই সুপার কিংসকে জেতাতে রাখেন ভূমিকা। লঙ্কান পেসার আইপিএলের মাঝেই আবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। তাতে চেন্নাই থেকে অনেক বেশি চিন্তায় পড়েছে শ্রীলঙ্কা।

আইপিএল শেষের দিকে, বাকি ম্যাচগুলোতে পাথিরানাকে না পাওয়ায় চেন্নাই বিকল্প পথ খুঁজে নিচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। বিপদটা এখানে লঙ্কানদের। কদিন আগে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে তারা। সেখানে চার পেসারের মধ্যে অনুমিতভাবেই আছেন পাথিরানা। ডেথ ওভারে দলটির অন্যতম ভরসা হওয়ার কথা তার।

৩ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে শ্রীলঙ্কা। এখনো হাতে তাই দুই সপ্তাহের বেশি সময় আছে। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা আশাবাদী এই সময়ের মধ্যে সেরে উঠবেন ডানহাতি পেসার, 'হ্যাঁ, ডেথ ওভারে সে আমাদের গুরুত্বপূর্ণ বোলার (তার চোট ধাক্কা কিনা)।  আমাদের হাতে কিছুটা সময় আছে। আশা করছি টুর্নামেন্টের আগেই সে ফিট হয়ে যাবে।' 

লঙ্কানদের বিশ্বকাপ দলে পাথিরানা ছাড়াও পেস আক্রমণে আছেন নুয়ান তুশারা, দিলশান মাধুশঙ্কা, দুশমন্ত চামিরা। কোন কারণে পাথিরানা ছিটকে গেলে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা আসিতা ফার্নেন্দো স্কোয়াডে ঢুকে যাবেন। সেক্ষেত্রে নতুন বলে বোলার মিললেও ডেথ ওভারে ঘাটতি তৈরি হবে, আসিতা মূলত নতুন বলে বেশি সফল।

লঙ্কানদের বোলিং আক্রমণে অবশ্য স্পিনারদের ভূমিকাটা বড়। অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গার সঙ্গে আছেন মাহেশ থিকসেনা। এছাড়া স্কোয়াডে আছেন বাঁহাতি স্পিনার দুনিথ ভেলালাগে। স্পিনিং অলরাউন্ডার হিসেবে ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, চারিথা আসালাঙ্কাকে কাজে লাগানোর সুযোগ থাকছে।

থারাঙ্গার মতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের উইকেট হবে মন্থর ঘরানার। স্পিনারদের ভূমিকা তাতে থাকবে বেশি,  'আমরা যদি আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন দেখি, বেশিরভাগ সময় উইকেট মন্থর হবে। মেজর লিগ টুর্নামেন্টে ডালাসে ড্রপ-ইন উইকেটে খেলা হয়েছে। উইকেট অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসার পরও অসমান বাউন্সের ও মন্থর হয়েছে।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago