ভারতের কোচের পদে গম্ভীর সেরা প্রার্থী: ওয়াসিম

Wasim Akram & Gautam Gambhir

রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্বকাপের পর পরই চুক্তি শেষ হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই'র। নতুন কোচ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছে তারা। তবে গণমাধ্যমের বিসিসিআই থেকেই কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে গৌতম গম্ভীর। সাবেক এই ক্রিকেটার মেন্টর হিসেবে বর্তমানে দায়িত্বে আছেন কলকাতা নাইট রাইডার্সের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন গম্ভীরই ভারতের কোচ হওয়ার জন্য সেরা প্রার্থী।

এক সময় বিদেশি কোচ নিয়োগ দিত ভারত। সেই জায়গা থেকে অনেকদিন ধরে সরে এসেছে তারা। অনিল কুম্বলে রবি শাস্ত্রী, দ্রাবিড়দের দেখা গেছে প্রধান কোচের পদে। খণ্ডকালীন দায়িত্ব সামলাতে দেখা গেছে ভিভিএস লক্ষণকেও।

সেই ধারায় এবারও একজন দেশি কোচকেই নিয়োগ দেওয়ার সম্ভাবনা বেশি ভারতের। ভারতীয় গণমাধ্যম স্পোর্টসক্রীড়ার সঙ্গে আলাপে ওয়াসিম গম্ভীরকেই এই পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে মত দেন,  'হ্যাঁ, আমি মনে করি সেই সেরা প্রার্থী। নির্ভর করছে গৌতম রাজী হয় কিনা। সে রাজনীতিও ছেড়ে দিয়েছে কারণ ওটা অনেক সময় নিয়ে নেয়। এটা (কোচ) সময়সাপেক্ষ কাজ। সে খুব বুদ্ধিমান মানুষ, সে বুঝতে পারছে কাজটা সহজ নয়।'

ভারতীয় ক্রিকেটে স্পষ্টবাদী হিসেবে পরিচিতি গম্ভীরের। তিনি যেটা ঠিক মনে করেন সেটা তেতো হলেও বলতে পিছপা হন না। এমন ব্যক্তিত্ব উপমহাদেশীয় সংস্কৃতিতে বিরল। ওয়াসিমের মতে এটাই গম্ভীরের বাড়তি গুণ,  'জিজি (গৌতম গম্ভীর)  খুব সোজাসাপ্টা। সে জটিল মানুষ না। সে স্পষ্ট কথা বলে, জোরালোভাবে বলে। দুইবার চিন্তা করে। এরকম কিছু ভারতীয় দলের সংস্কৃতি নেই। আমাদের সংস্কৃতিতে কে কি ভাবল তা ভেবে কথা বলি আমরা। জিজি এমন একজন সে এরকম কিছু চিন্তা না করে মুখের উপর তার কথাটা বলে দিতে পারে। এটাই তার গুণ, এজন্য সবাই তাকে পছন্দ করে। সে আগ্রাসী, দলের মধ্যেও সেটা নিয়ে আসে।'

কোচ হওয়ার তালিকায় নাম শোনা যাচ্ছে সাবেক পেসার আশিষ নেহরা, লক্ষণের নামও। তারা কেউ হলেও খারাপ হবে না বলে মত পাকিস্তানি কিংবদন্তির,  'আমি আরও কিছু নাম শুনেছি। তাদের অনেক অভিজ্ঞতা আছে। (আশিষ) নেহরা খুব ভালো করেছে, সে মানুষের সঙ্গে মিশতে পারে। সবাই তাকে ভালোবাসে। লক্ষণ আরেকজন আছে, সেও ভালো অছন্দ। এনসিএর প্রধান, যেখান থেকে দ্রাবিড়ও এসেছিলো। আপনি যদি বলেন এই তিনজনই ভালো বিকল্প। তারা নিজেদের লোক দিয়ে কাজটা করাচ্ছে। তারা ভালোও করছে। রাহুল দুর্দান্ত করেছে, তার আগে রবি (শাস্ত্রী) একটা মান তৈরি করে গিয়েছিল।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago