দুই পরিবর্তন নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ, লিটন নেই

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তিনি আগে বেছে নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত।
শনিবার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।
একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টিতে বিবর্ণ পারফরম্যান্সে ৫ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা ব্যাটার লিটন দাস ও স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ও ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব।
বাংলাদেশকে হারিয়ে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একাদশে বদল এসেছে একটি। নশতুশ কেনজিগের পরিবর্তে ঢুকেছেন শ্যাডলি ফন শ্যালকউইক।
মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলছে দুই দল। আগামী ২ জুন শুরু হতে যাওয়া বিশ্ব আসরে 'ডি' গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষরা হলো দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের একাদশ:
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জাসদীপ সিং, নিতিশ কুমার, শ্যাডলি ফন শ্যালকউইক, সৌরভ নেত্রভালকার, স্টিভেন টেইলর।
Comments