বাংলা টাইগার্স ক্যাম্পে মুশফিক-মিরাজ-সাইফউদ্দিন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশ জাতীয় দল। স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজও খেলছে তারা। এরমধ্যেই শুরু হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প। এবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পও। আগামীকাল রোববার থেকে এই ক্যাম্পে যোগ দিবেন ২১ ক্রিকেটার।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল সকাল ৯টা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। অভিজ্ঞ ও উদীয়মান ক্রিকেটারদের নিয়ে এই তালিকা তৈরি করেছেন জাতীয় নির্বাচক প্যানেল।
সুযোগ পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা। এছাড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে ভালো করা মাহিদুল ইসলাম অংকন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনির মতো ক্রিকেটাররাও রয়েছেন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে চলবে এই ক্যাম্পের কার্যক্রম।
বাংলা টাইগার্স স্কোয়াড: সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা ও আবু হায়দার রনি।
Comments