চলে গেলেন ক্রিকেটের বৃষ্টি আইনের সহ-উদ্ভাবক ডাকওয়ার্থ
বর্তমানে ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ডিএলএস পদ্ধতি। আজকের দিনেও যা ব্যবহার হয়েছে। বৃষ্টিতে বিঘ্ন ঘটা ম্যাচে ফলাফল বের করার জন্য এই পদ্ধতি তৈরি করেছেন যারা, তাদের মধ্যে একজন ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ। গত ২১ জুন মৃত্যুবরণ করেছেন এই উদ্ভাবক। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর।
ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে ১৯৩৯ সালে জন্ম নিয়েছিলেন তিনি। বর্তমানে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নামে পরিচিত বৃষ্টিতে ম্যাচের নিষ্পত্তি এনে দেওয়ার এই পদ্ধতি। তবে প্রথমে ডাকওয়ার্থ-লুইস, সংক্ষেপে ডিএল পদ্ধতি নামে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহৃত হয়েছিল। এরপর ২০০১ সাল থেকে আইসিসি আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করে নেয়। ইংলিশ পরিসংখ্যানবিদ ডাকওয়ার্থের সঙ্গে এটি তৈরিতে কাজ করেন টনি লুইস।
২০১৪ সালে ডিএল পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার পর নাম বদলে ফেলা হয়। অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ স্টিভেন স্টার্নের নাম জুড়ে যায়৷ বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে এলেও তাদের তৈরি এই পদ্ধতিতে ফলাফল বের করে আনার সুফল উপভোগ করছে ক্রিকেট। চলমান বিশ্বকাপে একাধিক ম্যাচের ফল নির্ধারণে কাজে এসেছে ডিএলএস পদ্ধতি।
Comments