গম্ভীর প্রচলিত কোচ নয়, অনুপ্রেরণাদায়ী নেতা: ফ্লাওয়ার

gautam gambhir and andy flower

ভারতের প্রধান কোচ হিসেবে চলমান শ্রীলঙ্কা সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছেন গৌতম গম্ভীর। এর আগে আইপিএলের দুটি দলে কাজ করেছেন তিনি। অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গেও কাজ করা হয়েছে। এই সহকর্মী তাকে প্রচলিত কোচদের কাতারে রাখছেন না। ভারতের সাবেক ওপেনারকে বরং অনুপ্রেরণাদায়ী নেতা পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য ফ্লাওয়ারের।

বাঁহাতি ফ্লাওয়ার জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের পদে কাজ করছেন তিনি। একই ভূমিকায় এবারের আইপিএলের আগের দুই মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসে ছিলেন তিনি। যেখানে গম্ভীরকে তিনি পেয়েছিলেন দলের মেন্টর হিসেবে।

সোমবার ইসপিএনক্রিকইনফোতে প্রকাশিত সাক্ষাৎকারে গম্ভীরকে নিয়ে তিনি মন্তব্য করেছেন, 'নিশ্চিতভাবেই তার মধ্যে সফল কোচ হওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সে যদিও আদতে কোচিং করায়নি, করিয়েছে? সে আপনার প্রচলিত কোচ নয়। কোচের বদলে তাকে অনুপ্রেরণাদায়ী নেতা হিসেবে ব্যাখা করলে সম্ভবত আরও ভালো হয়।'

ভারতের কোচের দায়িত্ব নেওয়ার আগে পেশাদার কোচ হিসেবে কাজ করেননি গম্ভীর। আইপিএলে মেন্টর হিসেবে ২০২২ ও ২০২৩ সালে লখনৌ দলের সঙ্গে ছিলেন। দুই আসরেই তার দল প্লে-অফে পা রেখেছিল। আর চলতি বছরের আইপিএলে তিনি মেন্টর থাকাকালীন কলকাতা নাইট রাইডার্স জিতেছে শিরোপা।

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারের বেশি রানের মালিক ফ্লাওয়ারের কোচিং অভিজ্ঞতা ক্রিকেটবিশ্ব জুড়েই। দীর্ঘদিন ইংল্যান্ডকে কোচিং করিয়েছেন। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ইংলিশদের নিয়ে। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার বিচরণ নিয়মিতই। চলমান দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। গম্ভীরকে নিয়ে তিনি আরও বলেছেন, 'সে শক্তিশালী মতামত রাখে। সে জানে কী করতে চায়। কঠিন সিদ্ধান্ত নিতে সে পিছিয়ে থাকে না। তার খুব পরিস্কার ধারণা থাকবে যে তার দল কোন ধরনের ক্রিকেট খেলবে।'

ভারতের হয়ে ১০ হাজারের বেশি রান করা গম্ভীরের প্রধান কোচের অধ্যায় শুরু হয়েছে দারুণভাবেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে তার দল সিরিজ জয় করে ফেলেছে ইতোমধ্যে। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই।

Comments

The Daily Star  | English
Asif Nazrul on Awami League’s political future

Filing of wholesale cases embarrassing for govt: Asif Nazrul

Law Adviser Asif Nazrul today said common people, particularly the political victims and rivals, are still filing wholesale cases against others since August 5, which is embarrassing for the current government

1h ago