বাংলাদেশে ফিরছেন বিশ্বকাপজয়ী রিচার্ড স্টনিয়ের

অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আবার যুক্ত হচ্ছেন রিচার্ড স্টনিয়ের। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী আকবর আলীদের দলে কাজ করেছিলেন তিনি। এই স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচকে দুই বছরের মেয়াদে এবার নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২০১৮ সালে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন স্টনিয়ের। এরপর ২০২২ পর্যন্ত এদেশে কাজ করেছেন তিনি। আরেক মেয়াদে বাংলাদেশে তার ফেরা নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভলপমেন্ট ম্যানেজার। দ্য ডেইলি স্টারকে এইএম কাওছার বলেছেন, 'এটা নিশ্চিত যে রিচার্ড ফিরছে। সে ৩ আগস্ট যোগ দিবে।'
রিচার্ডের আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোচিং স্টাফে পুরোনো আরেক সদস্যকে ফিরিয়েছে বিসিবি। নাভিদ নেওয়াজকে আনা হয়েছে প্রধান কোচের ভূমিকায়। এই লঙ্কান কোচের সময়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে জিতেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
২০২৬ সালে নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে আয়োজিত হবে আগামী যুব বিশ্বকাপ। টুর্নামেন্টটির প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছে বিসিবি। অনূর্ধ্ব-১৯ দলের জন্য খেলোয়াড় বাছাই ও ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে খুলনায়। কাওছার জানান, 'চারটি বাছাইয়ের জন্য ম্যাচ অনুষ্ঠিত হবে। আগস্টের ৪ তারিখ তারা খুলনায় যাবে। ক্যাম্পটি চলবে ২০ আগস্ট পর্যন্ত। ২১ আগস্ট তারা ফিরবে।'
ভারতের একজন পারফরম্যান্স অ্যানালিস্টকেও অনূর্ধ্ব-১৯ দলে কাজ করার জন্য আনা হয়েছে। সান্দীপ কুমার রামালের খুলনার ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছিলেন।
Comments