টেস্টের জন্য এখনো প্রস্তুত নন তাসকিন, জানালেন বোলিং কোচ
বাংলাদেশের সবশেষ চারটি টেস্টে খেলেননি তাসকিন আহমেদ। টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি লাল বলের ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও পেয়েছেন ইতিবাচক সাড়া। যদিও বাংলাদেশের বোলিং কোচের মতে তিনি এখনো প্রস্তুত নন।
চলতি মাসে পাকিস্তানে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সেই সিরিজে সাদা পোশাকে তাসকিনের খেলার ইচ্ছা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি এই মুহূর্তে প্রস্তুত আছেন পাঁচ দিনের ক্রিকেটের জন্য? দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপকালে জাতীয় দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস বলেছেন, 'আমার মনে হয় না (তাসকিন টেস্টের জন্য প্রস্তুত কিনা), বেশি দ্রুত হয়ে যায়। নির্বাচনের বিবেচনায় আসার আগে তার বোলিংয়ের সুযোগ পাওয়া প্রয়োজন।'
'এটা বাংলাদেশের জন্য খুব রোমাঞ্চকর বিষয় যে তাসকিন লাল বলে খেলতে চায়। আমাদের সে জন্য কৃতজ্ঞ থাকা উচিত, কারণ সে সহজেই বিশ্বজুড়ের ফ্র্যাঞ্চাইজি লিগে থাকা টাকার পেছনে ছুটতে পারে। তার শুধু সময়ের প্রয়োজন।', যোগ করেন কিউই কোচ।
বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সাক্ষাতকার পড়ুন এই লিঙ্কে
অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করা অ্যাডামস ফিটনেসকে গুরুত্ব দিচ্ছেন আলাদাভাবে, 'নতুন স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ ন্যাথান কিলি সত্যি অনেক কঠিন পরিশ্রম করেছে তাদের ফিটনেস নিয়ে। আপনাকে ফিট এবং শক্তিশালী হতে হবে, এটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। বিশ্বের সব ফাস্ট বোলার বেশ ফিট এবং শক্তিশালী। শারীরিক দিকগুলোতে বাংলাদেশ নিশ্চিতভাবেই বেশি মনোযোগ দিচ্ছে। আপনি বিশ্বের সঙ্গে পাল্লা দিতে চাইলে সেখানে মনোযোগ দিতেই হবে।'
সামনে লাল বলে বাংলাদেশের ব্যস্ততা থাকবে বেশি। তাসকিনকে সাদা পোশাকের বাংলাদেশ দলে থাকতে ফিটনেসকে প্রাধান্য দিতে হবে বলে মনে করেন অ্যাডামস, 'তাসকিন নিশ্চিতভাবেই কঠোর পরিশ্রম করে যাচ্ছে এটা (ফিটনেস) নিয়ে। দুঃখজনক বিষয় হচ্ছে ফাস্ট বোলারদের ইনজুরি হবেই। কিন্তু সে যদি খেলতে চায় এবং ফিট হয়, তাহলে তার না খেলতে পারার কোনো কারণ নেই।'
Comments