জেফরির ঘূর্ণিতে ভারতকে হারাল শ্রীলঙ্কা

দুই ওপেনারের ব্যাটে জয় দেখতে শুরু করেছিল ভারত। এরপর হঠাৎই লঙ্কানদের ত্রাতা হয়ে আসেন জেফরি ভেনডার্সি। তার ঘূর্ণির মায়াজালে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় দলটি। একাই তুলে নিলেন ছয়টি উইকেট। তাতে রোহিত শর্মার ও আকসার প্যাটেলের লড়াই যথেষ্ট হয়নি। দারুণ জয়ে সিরিজে এগিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। 

রোববার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে ৩২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে তারা। জবাবে ৪২.২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় সফরকারী ভারত। ফলে সিরিজে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নাটকীয় টাই হয়।

এদিন লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুটা দারুণ করেছিলেন ভারতীয় দুই ওপেনার রোহিত ও শুবমান গিল। ৯৭ রানের ওপেনিং জুটিই গড়েন তারা। তখন মনে হয়েছিল হেসেখেলেই জয় পাবে সফরকারী দলটি। এ জুটি ভেঙেই ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। ৫০ রানের ব্যবধানে ৬টি উইকেট তুলে নেয় দলটি। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ফের লড়াই চালান আকসার। ৩৮ রানের জুটি আশা দেখাচ্ছিলেন তারা। তবে এ জুটি ভাঙতেই শেষ হয় তাদের প্রতিরোধ।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন রোহিত। ৪৪ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া আকসার ৪৪ বলে ৪৪ রান করেন। গিলের ব্যাট থেকে আসে ৩৫ রান। ১০ ওভার বল করে ৩৩ রানের খরচায় একাই ৬টি উইকেট নেন জেফরি। এছাড়া আসালাঙ্কা পান ৩টি উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই পাথুম নিসাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৭৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন আরেক ওপেনার আভিস্কা ফের্নান্ডো। আভিস্কাকে বিদায় করে এ জুটি ভাঙেন ওয়াসিংটন সুন্দর। পাঁচ রানের ব্যবধানে কুশলকেও তুলে নেন এই স্পিনার।

এরপর দ্রুত আরও তিনটি উইকেট হারিয়ে কিছুটা বিপদেই পড়ে লঙ্কানরা। দলীয় ১৩৬ রানে ৬ উইকেট হারানোর পর দুনিথ ভেলালাগেকে নিয়ে দলের হাল ধরেন কামিন্দু মেন্ডিস। গড়েন ৭২ রানের জুটি। দুনিথকে ফিরিয়ে এ জুটি ভাঙেন কুলদিপ যাদব। এরপর আকিলা ধনাঞ্জয়ের সঙ্গে ৩১ রানের আরও একটি কার্যকরী জুটি গড়ে রানআউট হন কামিন্দু।

দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে করেন আভিস্কা ও কামিন্দু। দুনিথ করেন ৩৯ রান। এছাড়া কুশল ৩০ ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা ২৫ রান করেন। ভারতের পক্ষে ৩০ রানের খরচায় ৩টি উইকেট নেন ওয়াশিংটন। ২টি শিকার কুলদিপের।

Comments

The Daily Star  | English

Trump says US carried out 'very successful attack' on three Iran nuclear sites

"A full payload of BOMBS was dropped on the primary site, Fordow."

Now