৭ পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড দিল পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। লাল বলে পাকিস্তানের সবশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাতজন। ঘরের মাঠের এই সিরিজ দিয়ে সাদা পোশাকে ১৩ মাস পর ফিরছেন নাসিম শাহ।

ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান শাহিনসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেয়েছেন তিনজন। পেসার মোহাম্মদ আলী আবার ডাক পেয়েছেন জাতীয় দলে। প্রথম শ্রেণীর ক্রিকেটে গত মৌসুমে ১৪ ম্যাচে পেয়েছেন ৪৭ উইকেট। ব্যাটার কামরান গুলাম ও মোহাম্মদ হুরাইরাও পেয়েছেন মূল দলে জায়গা। বাংলাদেশ এইচপির বিপক্ষে অস্ট্রেলিয়ায় ৩ ইনিংসে ১৪৮ রান করেছেন কামরান। আর হুরাইরা করেছিলেন ডাবল সেঞ্চুরি।

সর্বশেষ পাকিস্তান টেস্ট খেলেছে ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে। ওই সিরিজের স্কোয়াডে থাকা সাতজন থাকছেন না বাংলাদেশ সিরিজে। ইমাম উল হক, ফাহিম আশরাফ, সাজিদ আলী, নোমান আলী, মোহাম্মদ নাওয়াজ বাদ পড়েছেন। ইনজুরিতে থাকায় হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বিবেচনায় আসেননি।

পাকিস্তান দলে সহ-অধিনায়কের পদেও এসেছে পরিবর্তন। টেস্ট ক্রিকেটে তাদের ব্যস্ত সূচি থাকায় শাহিন শাহ আফ্রিদিকে এই ভূমিকায় আর রাখা হয়নি। বাঁহাতি ব্যাটার সৌদ শাকিল পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব।

ঘরের মাঠের সিরিজটির প্রস্তুতির জন্য পাকিস্তান ১১ আগস্ট থেকে ট্রেনিং ক্যাম্প শুরু করবে। রাওয়ালপিন্ডিতে ক্যাম্প চলবে প্রধান কোচ জেসন গিলেস্পি ও সহকারী কোচ আজহার মাহমুদের তদারকিতে। ২১ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেই মাঠে গড়াবে প্রথম টেস্ট। সিরিজের বাকি টেস্টটি অনুষ্ঠিত হবে করাচিতে। নাজমুল হাসান শান্তর দল শান মাসুদদের মুখোমুখি হবেন ৩০ আগস্ট থেকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিট হলে), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি

Comments

The Daily Star  | English
Yunus gives election preparation deadline

Complete polls preparations by December: Yunus

Asks to review if those who served as polling officers in past three elections shall not be assigned the same roles again

47m ago