অবসর নিলেন ওভারে ছয় ছক্কা মারা মালহোত্রা
ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ওভারে ছয়টি ছক্কা মেরেছেন জাসকারান মালহোত্রা। ওয়ানডে ক্রিকেটে যুক্তরাষ্ট্রের প্রথম সেঞ্চুরিয়ানও তিনি। ডানহাতি এই ব্যাটার ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
৩৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ছয় ছক্কা তার সবচেয়ে বড় অর্জন। ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। সেদিন ভুক্তভোগী বোলার ছিলেন ডানহাতি মিডিয়াম পেসার গৌদি টোকা। একই ম্যাচে ১২৪ বলে ১৭৩ রানের ইনিংস খেলেন মালহোত্রা। ১৬ ছক্কার ইনিংসটিই ওয়ানডে ক্রিকেটে যুক্তরাষ্ট্রের প্রথম সেঞ্চুরি।
ওভারে ছয় ছক্কা মেরে অসাধারণ এক ক্লাবে ঢুকেছেন মালহোত্রা। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ছয় ছক্কা মেরে যা শুরু করেছিলেন হার্শেল গিবস। একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ব্যাটে স্টুয়ার্ড ব্রডের উপর পড়ে ছয় ছক্কার মার।
শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়াকে এই তিক্ত অভিজ্ঞতা দিয়ে ২০২১ সালে কিয়েরন পোলার্ড তাদের সঙ্গে যোগ দেন। চলতি বছর নেপালের দীপেন্দ্র সিং আইরিও এই ক্লাবে ঢুকেছেন। কাতারের কামরান খানের এক ওভারে ডানহাতি এই ব্যাটার ছয়টি ছক্কা মেরেছেন।
ভারতে জন্ম নেওয়া মালহোত্রার ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ক্রিকেটের দৃশ্যপট থেকে হারিয়ে গেছেন তিনি। সবশেষ ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।
মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে খেলেছিলেন। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে এবছর দল পাননি। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তার। এবার ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে ফেললেন মালহোত্রা।
Comments