ইংল্যান্ড সিরিজে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ইয়ান বেল
ইংল্যান্ড সিরিজ সামনে রেখে ইয়ান বেলকে কোচিং স্টাফে যুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। লঙ্কানদের সঙ্গে ব্যাটিং কোচের ভূমিকায় কাজ করবেন ইংলিশ এই ক্রিকেটার। শুধু ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজটির জন্যই বেলের সঙ্গে চুক্তি করেছে এসএলসি।
মূলত কন্ডিশন সম্পর্কে বাড়তি ধারণা পেতেই ১১৮ টেস্ট খেলা বেলকে ড্রেসিংরুমে আনার ব্যবস্থা করেছে শ্রীলঙ্কা। তাকে নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা বলেছেন, 'স্থানীয় জ্ঞানসম্পন্ন ইয়ান সেখানকার (ইংল্যান্ডের) কন্ডিশন সম্পর্কে মূল্যবান ধারণা দিয়ে খেলোয়াড়দের সাহায্য করবেন বলে আমরা তাকে নিয়োগ দিয়েছি। ইংল্যান্ডে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে ইয়ানের এবং আমরা বিশ্বাস করি তার ইনপুট গুরুত্বপূর্ণ এই সিরিজে আমাদের দলকে সাহায্য করবে।'
১৬ আগস্ট থেকে শ্রীলঙ্কার টেস্ট দলের সঙ্গে কাজ শুরু করবেন বেল। সাদা পোশাকে প্রায় ৪২ গড়ে ৭৭২৭ রান রয়েছে তার। বেলের এই অভিজ্ঞতা শ্রীলঙ্কাকে ২০১৪ সালের পর ইংল্যান্ডে প্রথম সিরিজ জেতাতে সাহায্য করবে, সেই আশায় থাকবে দেশটির ক্রিকেট বোর্ড।
ইতোমধ্যে বেশ কয়েকটি দলে কোচিং করিয়েছেন বেল। গত বছর কিছু সময় নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। চলমান দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডস ও হোবার্ট হারিকেনসের সঙ্গে কাজ করেছেন সহকারী কোচের ভূমিকায়। এছাড়া ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের তরুণদের ব্যাটিং কোচ হয়ে দিকনির্দেশনা দিয়েছেন।
বেন স্টোকসের দলের বিপক্ষে ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে শ্রীলঙ্কা প্রথম টেস্ট খেলবে ২১ আগস্ট। লর্ডসের ময়দানে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ আগস্ট। এরপর সিরিজের শেষ ম্যাচ ৬ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দ্য ওভালে।
শ্রীলঙ্কার স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাধুশকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রবাথ জয়সুরিয়া, রামেশ মেন্ডিস, জেফরি ভ্যান্দারসে, মিলান রত্নায়েকে।
Comments