মাহফুজ রাব্বির ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়ায় সেমিফাইনালে এইচপি
রিপন মন্ডল, রাকিবুল হাসানের তোপে পার্থ স্কর্চার্সের একাডেমি দলকে অল্প রানে আটকে রাখল বিসিবির এইচপি স্কোয়াড। বাঁচা মরার লড়াইয়ে পরে মাহফুজুর রহমান রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে দারুণ জয়ে সেমিতে উঠল তারা।
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচের তিনটা হেরে বাদ পড়ার শঙ্কায় ছিলো এইচপি। শেষ ম্যাচে পার্থের একাডেমি দলকে শেষ ওভারের রোমাঞ্চে ৩ উইকেটে হারিয়েছে তারা।
আগে ব্যাট করে ১২৯ রানের পুঁজি পায় পার্থ। বাংলাদেশের হয়ে দারুণ বল করে ১৯ রানে ২ উইকেট নেন ডানহাতি পেসার রিপন। বাঁহাতি স্পিনার রাকিবুল ২৭ রানে ধরেন দুই শিকার।
রান তাড়ায় বাংলাদেশের মূল নায়ক রাব্বি। তবে জিসান আলম ২৬ বলে ২৬ ও অধিনায়ক আকবর আলি ৩৩ বলে ৩৫ রান করে দলকে রাখেন পথে। শেষ দিকে দ্রুত রান আনার চাহিদায় নেমে ২ চার, ২ ছক্কায় ১৩ বলে অপরাজিত ৩২ রান করে ম্যাচ জেতান যুব দল থেকে উঠে আসা রাব্বি।
সহজ রান তাড়ায় দ্বিতীয় ওভারেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় এইচপি। পারভেজ হোসেন ইমন ফেরেন খানিক পর। আরিফুল ইসলামও দ্রুত বিদায় নিলে ১৫ রানে পড়ে যায় ৩ উইকেট।
এরপর প্রতিরোধ গড়েন জিসান। তবে থিতু হয়ে তিনিও বিদায় নেন। থিতু হয়ে ফেরেন আকবরও। বিপদে পড়া দলকে উদ্ধারে ভূমিকা রাখতে পারেননি আবু হায়দার রনি। তবে শামীম পাটোয়ারিকে নিয়ে এগুতে থাকেন রাব্বি। শামীম কাজ শেষ করার আগে থেমে গেলেও রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে মিলিয়ে দেন সমীকরণ।
Comments