সামোয়ার ব্যাটারের বীরত্বে অভাবনীয় এক বিশ্ব রেকর্ড
সামোয়া নাম শুনলে অনেকেই দেশটিকে হয়ত চিনবেন না। ওশেনিয়া অঞ্চলের অখ্যাত দেশের এক ক্রিকেটারই গড়ে ফেলেছেন অভাবনীয় এক বিশ্ব রেকর্ড। ডরিস ভিসের নামের ব্যাটারের সৌজন্যে আন্তর্জাতিক ক্রিকেট দেখল এক ওভারে ৩৯ রান নেয়ার দৃশ্য।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে ঘটেছে এমন ঘটনা। 'এ' গ্রুপের ম্যাচে ভানাউতুর বিপক্ষে এক ওভারে ৩৯ রান তুলেছে সামোয়া। সব সংস্করণ মিলিয়ে যা আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড।
ভানাউতুর বোলার আপিয়ার ফালিয়ার প্রথম তিন বলে ছক্কা মারেন ভিসের। পরের বল 'নো' করেন আপিয়ার। ফ্রি হিটেও ছক্কা উড়ান ভিসের। এরপর দুই বল ছক্কা না এলেও আরেকটি 'নো' করে বসেন ওই বোলার। ফ্রি-হিটে ফের ছক্কা মারেন ভিসের। শেষ বল থেকে আরেকটি ছক্কা মেরে ৩৯ তুলে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান নেওয়ার ঘটনা ছিলো তিনটি। বৈধ ৬ বল হলে সর্বোচ্চ ৩৬ রানই নেওয়ার সুযোগ থাকে। 'নো' বা 'ওয়াইড' হলে এর বেশি হতে পারে। সেটিই হলো। এর আগে ৩৬ রান করে নেওয়ার নজির ছিল ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও নেপালের দীপেন্দ্র আইরির।
ইতিহাস গড়া ইনিংসে ৬২ বলে ৫ চার, ১৪ ছক্কায় ১৩২ রানের দানবীয় ইনিংস খেলেন সামোয়ার ব্যাটার ভিসের। তিনি একা এত রান করলেও সামোয়ার দলীয় সংগ্রহ ছিলো ১৭৪। ভানাউতুকে ১৬৪ রানে থামিয়ে পরে ১০ রানে জিতে সামোয়া।
আইসিসি একশোর বেশি সহযোগি সদস্য দেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ার পরই বিচিত্র সব রেকর্ডের দেখা মিলছে এই সংস্করণে।
Comments