পাকিস্তানের বিপক্ষে অতীত রেকর্ড বদলে দেওয়ার প্রত্যয় শান্তর
সাদা বলে যেমন তেমন টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের লড়াইটা বরাবরই এক পেশে। প্রায় সবগুলো ম্যাচই বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। তাই রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে নামার আগে অতীত রেকর্ড ভালো কিছু বলছে না বাংলাদেশের জন্য। তবে এই রেকর্ড বদলে দেওয়া সহজ না হলেও সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে সর্বোচ্চ সাফল্য বলতে গেলে একটি মাত্র টেস্টে ড্র। খুলনায় ২০১৫ সালে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দারুণ ব্যাটিংয়ে এসেছিল সেই ড্রটি। বাকি ১২টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। তব এরমধ্যে লড়াই করতে পেরেছে ২০০৩ সালে মুলতান টেস্টে। ১ উইকেটে হারে তারা। আর পাকিস্তানের মাটিতে তো সবমিলিয়ে ২০ ম্যাচের ২০টিতেই হার।
তবে অতীত রেকর্ড ইতিবাচক না হলেও এবার ভালো কিছু হবে বলেই প্রত্যাশা টাইগার অধিনায়কের। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেন, 'আমি মনে করি, এটি শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।'
তবে সাম্প্রতিক সময়টা ভালো যায়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে তারা। তারপরও আশাবাদী শান্ত, 'টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো সিরিজ গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে এবার আমাদের ভালো সুযোগ আছে। আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।'
টেস্ট শুরু আগে রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। টস বড় ভূমিকা রাখতে পারে। তবে যে কোনো কিছুর জন্যই প্রস্তুত থাকছেন বাংলাদেশ অধিনায়ক, 'হ্যাঁ (টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।'
এদিকে চার পেসার নিয়ে নামছে পাকিস্তান। তাই উইকেট কেমন হবে তা এক প্রকার স্পষ্ট। তবে নিজেদের দলে সব ধরণের রশদ রয়েছে বলে জানান শান্ত, 'গত কয়েক বছর ধরে আমাদের পেস আক্রমণ খুব ভালো। আমাদের ৩-৪ জন মানসম্পন্ন স্পিনারও আছে। তো আমাদের সব কিছু কাভারড আছে। আগামীকাল সকালে উইকেট দেখে আমরা একাদশ সাজাব। তবে এখানে পেসাররা কিছুটা সাহায্য পায়। তাই তারা এই কন্ডিশনে ভালো করার জন্য রোমাঞ্চিত।'
Comments