বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

শাকিলকে ফেরালেন মিরাজ, তবু বড় পুঁজির পথে পাকিস্তান

৯৮ ওভারে ৫ উইকেটে ৩৬৭ রান নিয়ে চা-বিরতিতে গেছে পাকিস্তান।
mohammad rizwan

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও প্রায় উইকেটবিহীন পার করে দিচ্ছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান আর সাউদ শাকিল জুটি নিয়ে যাচ্ছিলেন আড়াইশোর দিকে, শাকিল ছিলেন দেড়শোর কাছে। লম্বা সময় পর তখনই ব্রেক থ্রো আনেন মেহেদী হাসান মিরাজ।

২৬১ বলে ১৪১ রান করা শাকিলকে ফেরাতে অবশ্য বড় ভূমিকা রাখেন কিপার লিটন দাস। মিরাজের বল ধরে দারুণ ক্ষিপ্রতায় স্টাম্পিং করেন তিনি। এতে ভাঙে ৫ম উইকেটে ২৪০ রানের বিশাল জুটি। ৩৫৪ রানে গিয়ে ৫ম উইকেট হারায় পাকিস্তান ।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে ৯৮ ওভারে ৫ উইকেটে ৩৬৭ রান নিয়ে চা-বিরতিতে গেছে পাকিস্তান। দ্বিতীয় সেশনে ২৮ ওভারে ১১৩ রান যোগ করেছে তারা। শাকিল ফিরলেও রিজওয়ান এখনো টেনে নিচ্ছেন তার দলকে।  ১৯৭ বলে ১৩২ রানে অপরাজিত আছেন এই ব্যাটার।

প্রথম সেশনে ৯৬ আনার পর দ্বিতীয় সেশনে রানের চাকা আরও সচল করে পাকিস্তান। শাকিল-রিজওয়ান দুজনেই সাবলীল ব্যাটিংয়ে হতাশা বাড়াতে থাকেন বাংলাদেশের।  কোন বোলারকে দিয়েই সুবিধা করতে পারছিলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৯৫তম ওভারে গিয়ে দিনের প্রথম সাফল্য পান মিরাজ। তার অফ স্পিনে পরাস্ত হয়ে খানিকটা এগিয়েছিলেন শাকিল। লিটন দ্রুত বল ধরে ভাঙেন স্টাম্প। সালমান আলি আগাকে নিয়ে সেশনের বাকিটা সময় পার করে দেন রিজওয়ান।

Comments

The Daily Star  | English
DCs instructed to maintain order at mazars

Religious affairs ministry directs DCs to maintain peace, order at mazars

The directive was issued in response to planned attacks on shrines, allegedly aimed at embarrassing the interim government

2h ago