পাকিস্তানে সাইফ-জাকেরের সেঞ্চুরি

জাতীয় দলের তারকাদের ভিড়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশ 'এ' দলের একাদশে ছিলেন না সাইফ হাসান ও জাকের আলী অনিক। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই নিজেদের জাত চিনিয়েছেন এ দুই ব্যাটার। দুইজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের সেঞ্চুরিতে বড় পুঁজিই গড়েছে বাংলাদেশ 'এ' দল।

বৃহস্পতিবার ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৪৬ রান করেছে বাংলাদেশ। প্রথম দিনের পুরোটাই বৃষ্টির পেটে যাওয়ায় এদিন কিছুটা বেশি খেলা হয়। সবমিলিয়ে মোট ৯৮ ওভার ম্যাচ গড়িয়েছে।

প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশ 'এ' দলের ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। মুশফিকুর রহিম, মুমিনুল হক, জাকির হাসানদের মতো তারকা খেলোয়াড় থাকা সত্ত্বেও লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি তারা। তবে বৃষ্টির আশীর্বাদে সেই ম্যাচে হারতে হয়নি টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচে সাইফ-জাকেরদের সুবাদে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ।

তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না টাইগারদের। দলীয় ১৯ রানেই দুই ওপেনার এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম শেখকে হারায় দলটি। এরপর শাহাদাত হোসেনকে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার আভাস দেন সাইফ। এরপর অবশ্য ৩ রানের ব্যবধান শাহাদাত ও তাওহিদ হৃদয় ফিরে গেলে ফের চাপে পড়ে যায় টাইগাররা।

তবে পঞ্চম উইকেটে জাকেরের সঙ্গে ফের প্রতিরোধ গড়েন সাইফ। স্কোরবোর্ডে ১৩১ রান যোগ করেন এ দুই ব্যাটার। ব্যক্তিগত ১১১ রানে মেহেরান মুমতাজের বলে সাইফ আউট হলে ভাঙে এই জুটি। ১৬৫ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান সাইফ।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দলের হাল ধরেন জাকের। ১৩১ রানের আরও একটি দারুণ জুটি গড়েন এ দুই ব্যাটার। ব্যক্তিগত ৩৯ রানে মাহিদুল রানআউট হয়ে ফিরলেও অপরাজিত থেকেই দিন শেষ করেছেন জাকের। ২৪৪ বলে খেলেছেন হার না মানা ১৩৬ রানের ইনিংস। ১৪টি চার ও ৪টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

পাকিস্তান শাহিনসের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মেহেরান ও গুলাম মুদাশ্বির।  

Comments

The Daily Star  | English

Job seekers block Shahbagh, 'clash' with cops

Under the banner of "PSC Reform Movement," the protesters also staged a sit-in at the intersection, bringing traffic to a standstill around 6:00pm

2h ago