সাদমানের ৭ রানের আক্ষেপ
মাহমুদুল হাসান জয়ের চোটে সুযোগ পেয়ে মাটি কামড়ে পরে থেকে শুরু থেকেই অসাধারণ ব্যাটিং করে যাচ্ছিলেন সাদমান ইসলাম। বাংলাদেশকে আশার আলো দেখিয়ে নিজেও এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে আক্ষেপ নিয়ে শেষ হয়েছে তার ইনিংস। তবে লড়াইয়ের প্রত্যয় দেখিয়েছেন এই ওপেনার।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ৪ উইকেটে ১৯৯ রান করেছে বাংলাদেশ। এই সেশনে ১৮ ওভারে দুই উইকেয় হারিয়ে ৬৫ রান তুলেছে টাইগাররা। গতকাল ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান।
লাঞ্চের আগে শেষ বলে দারুণ এক চার মেরে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন সাদমান। তবে লাঞ্চের পর ব্যক্তিগত ৭ রানে সালমান আলী আগার জোরালো আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। রিপ্লেতে দেখা যায় স্টাম্প মিস করতো বল।
এরপর বেশ সাবধানী ব্যাটিংয়ে আগাচ্ছিলেন সাদমান। তবে চা বিরতির ঠিক আগে বোল্ড হয়ে যান মোহাম্মদ আলীর বলে। তার ভেতরের দিকে আসা বলে ড্রাইভ করতে চেয়েছিলেন সাদমান। কিন্তু লাইন মিস করলে বল আঘাত হানে স্টাম্পে। ৯৩ রানে আউট হন এই ওপেনার। ১৮৩ বলে ১২টি চারের সাহায্যে সাজান নিজের ইনিংস।
তবে আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫২ রানের জুটি গড়েছেন সাদমান। এর আগে মুমিনুলের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছিলেন ৯৪ রানের জুটি। এ দুটি জুটিতে লড়াইয়ের আভাস দিচ্ছে টাইগাররা। মুশফিক ১ রানে ব্যাটিং করছেন।
এর আগে দ্বিতীয় সেশনের শুরুতেই ফিরে যান মুমিনুল হক। ব্যক্তিগত রান ৫০ ছোঁয়ার পরপরই বোল্ড হয়ে যান অনেকটা নাজমুল হোসেন শান্তর অনুকরণে। খুররম শাহজাদের অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে যান। শান্তর মতোই অফ স্টাম্পের কিছুটা বাইরে থেকে বল একটু ভেতরে ঢুকে ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে ভাঙে উইকেট।
Comments