১১৭ রানের লিড নিয়ে থামল বাংলাদেশ

দিনের তৃতীয় সেশনে এসে শেষ চারটি উইকেট হারায় বাংলাদেশ

মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরি সঙ্গে আরও চার ব্যাটারের ফিফটি। তাতে পৌনে ছয়শ রানের কাছাকাছি করেই থেমেছে বাংলাদেশ। একই সঙ্গে ১১৭ রানের বড় লিডই পেয়েছে টাইগাররা। ফলে রাওয়ালপিণ্ডি টেস্টের লাগাম এখন সফরকারীদের হাতেই।

চতুর্থ দিনের প্রথম দুটি সেশনে বাংলাদেশ একচ্ছত্র আধিপত্য দেখালেও শেষ সেশনে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। প্রথম সেশনে লিটন দাসের উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ। তবে টাইগারদের শেষ চারটি উইকেট তৃতীয় সেশনের সোয়া এক ঘণ্টার মধ্যেই তুলে নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৬৬৫ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল।

বড় লিড পেলেও এদিন আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন ব্যাটারদের সামনে থেকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ১৯১ রানে আউট হয়ে গেছেন মোহাম্মদ আলীর এক্সট্রা বাউন্সে। কিছুটা আক্ষেপ রয়েছে মেহেদী হাসান মিরাজেরও। দারুণ ব্যাটিং করলেও ৭৭ রানে আউট হয়েছেন এই অলরাউন্ডার।

মুশফিক আউট হয়েছে অনেকটা লিটন দাসের আদলেই। মোহাম্মদ আলীর এক্সট্রা বাউন্সে কাভার ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ৩৪১ বলে ২২টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস। এর আগে মিরাজের সঙ্গে গড়েছেন ১৯৬ রানের জুটি।

মিরাজের সঙ্গে মুশফিকের জুটিটি সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০১০ সালে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান হেমিল্টনে সপ্তম উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে গড়েছিলেন ১৪৫ রানের জুটি। এদিন তাদের ছাড়িয়ে যান মুশফিক-মিরাজ।

মুশফিকের বিদায়ের পর বাংলাদেশের লিড বড় করার দায়িত্বটা এসে পড়ে মিরাজের কাঁধে। তবে খুব বেশি দূর আগাতে পারেননি। ব্যক্তিগত ৭৭ রানে শাহিন শাহ আফ্রিদির বলে স্লিপে সালমান আগার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ১৭৯ বলে ৬টি চারের সাহায্যে এই রান করেন এই অলরাউন্ডার।

১৮টি বল খেললেও রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ। তবে শরিফুল ইসলাম দারুণ কয়েকটি শটে ২২ রানের ক্যামিও খেলেন। ২টি করে চার ও ছক্কায় এই রান করেন ১৪ বলে। নাহিদ রানা ১ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের পক্ষে শুরুতে কিছু করতে না পারলেও শেষ দিকে এসে জোড়া উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি। তবে ৯৩ রানের খরচায় ৩টি উইকেট নিয়ে দলের সেরা বোলার নাসিম শাহ। এছাড়া খুররম শেহজাদ ও মোহাম্মদ আলীও পান ২টি করে উইকেট।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

24m ago