হোপ-শেফার্ডের ঝলকে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

ত্রিনিদাদে রোববার রাতে সম্মিলিত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিং পেয়ে ১৭৯ রান তুলে ক্যারিবিয়ানরা। প্রোটিয়ারা থেমে যায় ১৪৯ রানে। এতে তিন ম্যাচের সিরিজ প্রথম দুই ম্যাচ জিতেই নিজেদের করে নিল রভম্যান পাওয়েলের দল।
Romario Shepherd

ওপেন করতে নেমে ঝড়ো শুরু আনলেন শেই হোপ। মিডল অর্ডারে রান করে দলকে ভরসা দিলেন রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ডরা। পরে বল হাতে রোমারিও শেফার্ড দমিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকার ইনিংস।

ত্রিনিদাদে রোববার রাতে সম্মিলিত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিং পেয়ে ১৭৯ রান তুলে ক্যারিবিয়ানরা। প্রোটিয়ারা থেমে যায় ১৪৯ রানে। এতে তিন ম্যাচের সিরিজ প্রথম দুই ম্যাচ জিতেই নিজেদের করে নিল রভম্যান পাওয়েলের দল।

ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২২ বলে সর্বোচ্চ ৪১ করেন হোপ। ১৫ রানে ৩ উইকেট নিয়ে বোলিংয়ে সেরা শেফার্ড।

রান তাড়ায় উড়ন্ত শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ৫ম ওভারেই স্কোরবোর্ডে ৬০ ছাড়িয়ে গিয়েছিল। দলের ৬৩ রানে প্রথম উইকেট হারায় তারা। শামার জোসেফ ফেরান রায়ান রিকেলটোনকে। আগ্রাসী ব্যাট করা রেজা হেনড্রিকস থামেন শেফার্ডের বলে। বোল্ড হওয়ার আগে ১৮ বলে ৪৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।

অধিনায়ক এইডেন মার্করাম থিতু হতে পারেননি। ফেরেন শেফার্ডের বলে।  ট্রিস্টিয়ান স্টাবস, রাফি ফন ডার ডুসেনরা সময় নিয়ে থিতু হয়ে বাড়ান চাপ। টানা ধসে পড়ে তাদের ইনিংস। গতির ঝড়ে শেষ দিকেও হানা দিয়ে ইনিংস মুড়ে দেন জোসেফ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আলিথ আথানজে ২১ বলে ফেরেন ২৮ করে। হোপ পরে ঝড় তুলে রানের গতি বাড়ান। যদিও ফিফটির আগে থেমে যেতে হয় তাকেও।

পরে পাওয়ালে, রাদারফোর্ডরা রানের গতি ধরে রাখলে বড় পুঁজিই পেয়ে যায় স্বাগতিক দল। যা নিয়ে অনায়াসে ম্যাচ জেতা হয়ে গেছে তাদের।

Comments

The Daily Star  | English
Bangladesh-India border killings

Border killings a barrier to good ties with India: foreign adviser

Foreign Adviser Md Touhid Hossain today said border killings by the Indian Border Security Force (BSF) remain an obstacle to fostering better relations between Bangladesh and India

57m ago