জয়ের কৃতিত্ব হাতুরুসিংহেকে দিতেই হবে: ফাহিম

২১ বছর আগে মুলতানে যা হয়নি, তা এবার হয়েছে রাওয়ালপিন্ডিতে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। অথচ কিছুদিন আগেও ঘরের মাঠে দলটি শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল। তবে দলের এমন পারফরম্যান্সের কৃতিত্ব কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

কয়েকদিন আগেই বিসিবি পরিচালক হয়েছেন ফাহিম। সংস্থাটিতে পরিবর্তন আসে আরও একটি। বোর্ড পরিচালক হন সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ। নাজমুল হোসেন পাপন পদতাগ করায় বোর্ডের সভাপতি হন তিনি। আর দায়িত্ব নিয়েই হাতুরুকে ছাঁটাই করার ইঙ্গিত দিয়েছিলেন ফারুক। আর সেই হাতুরুকে এবার পাকিস্তান বধের কৃতিত্ব দিচ্ছেন আরেক বিসিবি পরিচালক।

সোমবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাহিম বলেন, 'কোচ হিসেবে বলতে পারি, যেভাবে দলটাকে খেলতে দেখলাম তাতে মনে হয়েছে ড্রেসিংরুমটা ভালো অবস্থায় আছে। ড্রেসিংরুমে ভালো অবস্থায় থাকার জন্য কোচের কিন্তু ভূমিকা থাকতে হয়। এই কৃতিত্বটা হয়তো ওকে (হাথুরুসিংহকে) দিতে হবে নিশ্চিতভাবেই।'

তবে হাতুরুর সঙ্গে বাকি সবার অবদানও দেখছেন এই পরিচালক, 'একটা কোচকে মূল্যায়ন করতে হবে লম্বা সময় ধরে তার যেই কাজ সেই কাজের ভিত্তিতে। এই টেস্ট ম্যাচে যখন দলটা জিতেছে, জেতার মধ্যে যে আগ্রাসনটা দেখেছি, জেতার জন্য যে ডিকটেট করার স্ট্রেন্থ আমরা দেখেছি সেখানে সবারই ভূমিকা আছে কিন্তু। নির্বাচক কমিটির প্রধান সেখানে ছিলেন। অধিনায়ক বলি বা কোচ বলি, সিনিয়র প্লেয়ার্স। বা অল প্লেয়ার্স সবারই ভূমিকা আছে কিন্তু। একটা ভালো জয় ক্রেডিট গউস টু এভরিবডি।'

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের দেওয়া ৩০ রানের লক্ষ্য সহজেই পারি দেয় টাইগাররা। এর আগে পাকিস্তানকে তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে দিতে সমর্থ হয় দলটি। প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়েছিল বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

2h ago