রেকর্ড গড়া রুটকে ইংল্যান্ডের সর্বকালের সেরা বললেন কুক
লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে অ্যালিস্টার কুকের থেকে একটা সেঞ্চুরি কম ছিলো জো রুটের। এই টেস্টে দুই ইনিংসেই তিনি সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন কুককে। টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন ডানহাতি ব্যাটার। যে কুকের রেকর্ড ভেঙেছেন সেই কুকই মাতলেন রুট বন্দনায়। তার মতে রুট ইংল্যান্ডের সব সময়ের সেরা।
লর্ডসে প্রথম ইনিংসে ১৪৩ রান করা রুট দ্বিতীয় ইনিংসে করেন ১০৩ রান। তার ব্যাটেই শ্রীলঙ্কাকে পাহাড়সম লক্ষ্য দিয়ে ম্যাচ মুঠোয় নিয়ে ফেলেছে স্বাগতিকরা।
১০৩ রান করার পথে শনিবার রুট ছাড়ান কুককে। ৩৪টি টেস্ট সেঞ্চুরি নিয়ে তিনিই এখন রাজা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইংল্যান্ডের ইতিহাসে সফলতম ওপেনার কুক জানালেন রুট ব্যাটার হিসেবে ইংল্যান্ডের শ্রেষ্ঠ, 'সোজাসাপ্টা ভাবে সে ইংল্যান্ডের সর্বকালের সেরা। এবং এই রেকর্ড তার কাছেই যাওয়া উচিত।'
নিজের খেলার সময় ও দর্শক হিসেবে দেখার সময় মিলিয়ে রুটের মতন ব্যাটার দেখেননি কুক। অবিশ্বাস্য ছন্দে থাকা এই ব্যাটারকে নিয়ে তাই তার উচ্ছ্বাসও বেশি, 'আমার মনে হয় না এরকম কোন ব্যাটার ছিল যাকে আমি খেলতে দেখেছি। রুট অবধারিতভাবে রান করবে এটা আঁচ করা যায় শুরু থেকে। সে যখন আজ ৬ রানে ছিলো, তখনই আমার মনে হচ্ছিল সে সেঞ্চুরি করবে। আমি জানি সে দুরন্ত ছন্দে আছে। এরকম মাস্টার, শৈল্পিক ব্যাটার খেলতে দেখা আনন্দের।'
Comments