বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে ফিরলেন পান্ত

সবশেষ টেস্ট ম্যাচটা বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন রিশাভ পান্ত

সবশেষ টেস্ট ম্যাচটা বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন রিশাভ পান্ত। এরপর অনাকাঙ্ক্ষিত সেই দুর্ঘটনার পর সুস্থ হয়ে সাদা বলে ফিরেছিলেন আগেই। তবে লাল বলের ক্রিকেটে ফেরা হয়নি তার। সেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরছেন তিনি। প্রায় ২০ মাস পর ভারতের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন এই ড্যাশিং উইকেটরক্ষক-ব্যাটার।

২০২২ সালে ডিসেম্বরের শেষ দিকে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলেন পান্ত। সেই ম্যাচের সর্বোচ্চ স্কোরটা আসে তার ব্যাট থেকেই। ১০৪ বলের ঝড়ো ইনিংসে মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার আগে খেলেন ৯৩ রানের ইনিংস।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে দলীপ ট্রফির মঞ্চে সম্ভাব্য সব খেলোয়াড়কেই যাচাই করার সুযোগ পান ভারতের জাতীয় নির্বাচকরা। সবার নজর ছিল পান্তের দিকেই। ব্যাটিং ও কিপিং, উভয় বিভাগেই জাতীয় নির্বাচকদের আশ্বস্ত করতে পেরেছেন বলা জানা গেছে। তাতেই তিন সংস্করণে জাতীয় দলে ফেরার বৃত্ত পূর্ণ হচ্ছে তার। পান্ত দলে থাকলেও রাখা হয়েছে আরেক উইকেটরক্ষক ধ্রুব জুরেল।

চার স্পিনার দলে রয়েছে ভারতের। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন দুই বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং আকসার প্যাটেল রয়েছে স্কোয়াডে। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন। পেস আক্রমণে আছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। দলীপ ট্রফিতে প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট পাওয়া আকাশ দীপও জায়গা করে নিয়েছেন।

প্রথম টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ ও যশ দয়াল।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago