১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফেরার আনন্দ সাকিবের

Shakib Al Hasan
সাকিব আল হাসানকে সারের ক্যাপ তুলে দেন ক্লাবটির ক্যারিবিয়ান তারকা কেমার রোচ। ছবি: সারে

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে ভারত সিরিজের আগে কিছুটা সময় ফাঁকা ছিলো সাকিব আল হাসানের হাতে। অন্য সময় হলে হয়ত দেশে ফিরতে।  কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সিদ্ধান্ত নেন কাউন্টি দল সারের হয়ে খেলার। সারেও গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পেয়ে ভীষণ খুশি।

আজ টনটনে সামারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণীর ম্যাচটি খেলতে নামবেন বাংলাদেশের শীর্ষ তারকা। এর আগে ব্যক্ত কিয়া ওভালের অফিসিয়াল বিবৃতিতে দিলেন নিজের প্রতিক্রিয়া, 'সারে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ  ক্লাবগুলোর একটি। আমি এই ক্লাবের হয়ে খেলার সু্যোগ পেয়ে অত্যন্ত খুশি। আমি এখানে এসেছি প্রভাব ফেলতে,  এবং ক্লাবের লক্ষ্য পূরণে সহায়তা করতে। '

২০১০ সালে প্রথমবার  কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেন সাকিব। সেবার উস্টারশায়ারের হয়ে খেলেন ৮টি ম্যাচ । পরের মৌসুমে একই দলের হয়ে খেলেন এক ম্যাচ। পাশাপাশি দলটির হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেন ১২ ম্যাচ।

২০১৩ সালে আবার ইংলিশ ক্রিকেটে ফিরলেও লেস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণী নয়, খেলেছে টি-টোয়েন্টি ব্লাস্টের ১০ ম্যাচ। 

লম্বা সময় পর অন্তত এক ম্যাচের জন্য হলেও কাউন্টিতে ফেরা হলো তার৷

জাতীয় দলের খেলা থাকায় সারে এবার পাচ্ছে না তাদের বেশ কয়েকজন নিয়মিত মুখ। সাকিবকে পাওয়ায় তাই ক্লাবের পরিচালক সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যালেক স্টুয়ার্টের কাছে আশির্বাদের মতন, 'সাকিবের মতন খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ পেয়ে সেটা গ্রহণ করা ছিলো খুবই সহজ। সাকিব দলে অনেক অভিজ্ঞতা, শক্তি নিয়ে আসবে।
ব্যাটে-বলে তার দক্ষতায় উপকৃত হবে সারে।'

টন্টনের এই ম্যাচ খেলেই ভারতে রওয়ানা হবেন সাকিব। চেন্নাইতে গিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দলে যুক্ত হবেন তিনি।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago