কাউন্টিতে ফিরেই সাকিবের দারুণ দিন

একে একে চার উইকেট তুলে প্রতিপক্ষকে গুটিয়ে সারের সেরা বোলার তিনি। ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরে বাংলাদেশের তারকা কাটালেন দারুণ দিন।
Shakib Al Hasan

শুরুতে খুব বেশি প্রভাব ফেলতে পারছিলেন না। তবে দিনের শেষ বেলায় সাকিব আল হাসান দেখালেন ঝলক। একে একে চার উইকেট তুলে প্রতিপক্ষকে গুটিয়ে সারের সেরা বোলার তিনি। ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরে বাংলাদেশের তারকা কাটালেন দারুণ দিন।

টন্টনে সোমবার সারের হয়ে অভিষেক হয় সাকিবের। তার হাতে ক্যাপ তুলে দেন দলটির পরিচালক অ্যালেক স্টুয়ার্ট। অভিষেক ক্যাপ পরিয়ে দেন কেমার রোচ। টস জিতে ব্যাট করতে নেমে সামারসেট নিজেদের মাঠে অল আউট হয়েছে ৩১৭ রানে।  ৯৭ রানে ৪ উইকেট নিয় সাকিবই দলের সফলতম বোলার।

২০১০ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে খেলার পর ২০১১ সালেও দলটির হয়ে এক ম্যাচ খেলেন। ২০১৩ সালে লেস্টারশায়ারের হয়ে খেলেন কেবল টি-টোয়েন্টি।

সাকিবের কাউন্টি প্রথম শ্রেণীর আসরে তাই ১৩ বছর পর ফেরা। সেই ফেরার উপলক্ষ দারুণভাবে রাঙিয়েছেন শীর্ষ অলরাউন্ডার।

সাকিব প্রথম উইকেট পান ৫৪তম ওভারে। স্কিড করানো এক বলে বোল্ড করে দেন টম অ্যাবেলকে। ওই ওভারেই একাধিকবার উইকেট নেওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি।

সাকিবের বলে কিছু না কিছু হচ্ছে দেখে তাকে লম্বা স্পেলে রাখেন সারে অধিনায়ক ররি বার্নস। দিনের শেষ দিকে টানা বল করে সামারসেটকে গুড়িয়ে দিয়েছেন তিনি। ৯০ তম ওভারে কেসি ওল্ডরিজকে বোল্ড করার তিন বল পর স্টাম্পিংয়ের শিকার বানান ক্রেইগ ওভারটনকে। পরে ব্রেন্ট রেন্ডেলকে ছেঁটে ইনিংস মুড়ে দেন তিনি।

সাকিবের পাশাপাশি দারুণ বল করেছেন পেসার ড্যানিয়েল ওরাল। ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। সামারসেটের হয়ে সর্বোচ্চ ১৩২ রান আসে টম ব্যান্টনের ব্যাট থেকে।

Comments