বিসিবির পরিচালকের পদ থেকে সুজনের পদত্যাগ

দায়িত্ব ছাড়ার আগে গত ১১ বছরে বোর্ডের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
Khaled mahmud sujon
খালেদ মাহমুদ সুজন। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। তাৎক্ষণিকভাবে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সুজন ই-মেইলে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন নতুন বোর্ড প্রধান ফারুক আহমদকে।

২০১৩ সালে নির্বাচনে জয়ী হয়ে বিসিবির পরিচালক হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সুজন। দায়িত্ব ছাড়ার আগে গত ১১ বছরে বোর্ডের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

৫৩ বছর বয়সী সুজন সবশেষ ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান। সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের সহ-সভাপতির ভূমিকায় ছিলেন।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে সুজন ছিলেন লম্বা সময়। তার মেয়াদকালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে।

বোর্ড পরিচালক থাকাকালীন আরও কিছু দায়িত্বে দেখা গেছে সুজনকে। তিনি বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজারের ভূমিকায় কাজ করেছেন।

গত ৫ আগস্ট আগের সরকারের পতনের পর থেকে বিসিবিতে পদত্যাগের মিছিল চলছে। সুজনের আগে পদত্যাগ করেছেন বিসিবির আরও দুই পরিচালক জালাল ইউনুস ও নাইমুর রহমান দুর্জয়।

Comments

The Daily Star  | English

Police didn't follow int'l standards while using lethal weapons: IGP

Police failed to adhere to the standards in home, which they have maintained during their UN missions, Mainul Islam said

6h ago