এক বছরের জন্য বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মিরাজ

আগামী ১২ মাসের জন্য জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১২ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন ২৭ বছর বয়সী মিরাজ। তবে এবারই প্রথম তিনি পূর্ণকালীন দায়িত্ব পেলেন। তার অধিনায়কত্ব শুরু হবে আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, 'ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স, দলকে উজ্জীবিত করার ক্ষমতা এবং মাঠে ও মাঠের বাইরে তার উচ্ছ্বসিত উপস্থিতি—এই সব কিছু বিবেচনায় রেখে বোর্ড মনে করেছে, ওয়ানডে দলে এই রূপান্তরপর্বে নেতৃত্ব দেওয়ার জন্য মিরাজই সবচেয়ে উপযুক্ত।'

'আমরা বিশ্বাস করি, মিরাজের ধৈর্য ও পরিপক্বতা রয়েছে, যা এই ফরম্যাটে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। শান্তর ইতিবাচক নেতৃত্ব ও ব্যাটিং অবদানও আমরা গভীরভাবে সম্মান করি। তিনি এখনও নেতৃত্বগোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য,' যোগ করেন তিনি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে ১৬১৭ রান এবং ১১০ উইকেট নিয়েছেন মিরাজ। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিনি বর্তমানে চতুর্থ—যা কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। ওয়ানডেতে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল অর্জনে চতুর্থ বাংলাদেশি এই অলরাউন্ডর। এর আগে এই কীর্তি ছিল মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের।

অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে মিরাজ বলেন, 'দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া যে কোনো ক্রিকেটারের জন্য এক বিশাল সম্মান। বোর্ড আমার প্রতি যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দলে আমার পূর্ণ বিশ্বাস আছে। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই এবং দেশকে প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করতে চাই।'

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

12h ago