এক বলও গড়াল না নয়ডা টেস্টে
পাঁচ দিনের টেস্ট ম্যাচ। যেখানে খেলা হওয়ার কথা ৪৫০ ওভার। সেখানে কি-না একটি বলও গড়াল না মাঠে। এমনকি হয়নি টসও। একেবারেই নিষ্প্রাণ ড্র মেনে নিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচটি।
শুক্রবার ভারতের গ্রেটার নয়ডার শহিদ বিজয় সিং পথিক স্টেডিয়ামে স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
সকাল থেকেই আকাশে ছিল মেঘের ঘনঘটা। খেলার সময় এগিয়ে আসতেই নামে বৃষ্টি। যথারীতি উপস্থিত ছিলেন ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ স্টাফরা। কিন্তু আবহাওয়া এবং মাঠের অবস্থার কারণে ম্যাচ পরিত্যক্তই হয়। এমন ফলাফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা কিছুটা কঠিন হয়ে গেল নিউজিল্যান্ডের জন্য।
তবে দ্বিতীয় বা তৃতীয় দিন পরিস্থিতি কিছুটা ভালো ছিল। প্রত্যাশা ছিল খেলা শুরু হওয়ার। কিন্তু মাঠ শুকোনোর মতো পর্যাপ্ত পরিকাঠামো ছিল না কর্তৃপক্ষের। এমনকি স্ট্যান্ড ফ্যান এনেও মাঠ শুকানোর চেষ্টা করা হয়েছে। চেষ্টা করা হয়েছে বড় বড় তোয়ালে দিয়ে পানি সড়ানোর। সুপার সপার বা ড্রায়িং মেশিনারি না থাকায় মাঠ খেলার উপযোগী করা যায়নি।
এরমধ্যে তৃতীয় দিনের বৃষ্টি পরিস্থিতি আরও ঘোলাটে করে দেয়। ফলে চতুর্থ দিনই ম্যাচ পরিত্যক্ত হওয়ার আভাস মিলে। দুই দিনের রোদেও যখন খেলা শুরু করা যায়নি, সেক্ষেত্রে তৃতীয় দিনের বৃষ্টির পর কাজটা এক প্রকার অসম্ভবই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই।
একবিংশ শতাব্দীর পাঁচদিনে এক বলও না গড়ানোর ইতিহাস এই প্রথম। আসলে এমন দৃশ্য ২৬ বছর পর দেখল ক্রিকেট বিশ্ব। সবমিলিয়ে আট বার ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে। যেখানে তিনবারই এমন ভাগ্য মেনে নিতে হয়েছে নিউজিল্যান্ডকে। সবশেষ ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে ডানেডিনে কিউইদের টেস্ট পরিত্যক্ত হয়েছিল কোনো বল না গড়িয়েই।
Comments