'বাড়তি দায়িত্ব' পেয়ে ইংল্যান্ডকে জিতিয়ে তৃপ্ত লিভিংস্টোন
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচ জিততেও বিশাল পুঁজি পেয়েছিলো তারা। তবে অজিদের সেই পুঁজি এক ওভার আগেই পেরিয়ে জেতার ভিত গড়ে দেন লিয়াম লিভিংস্টোন। বিস্ফোরক এই ব্যাটার জানালেন, ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে বাড়তি দায়িত্ব নিয়ে খেলেছেন তিনি।
কার্ডিফে শুক্রবার রাতে ১৯৩ রানের পুঁজি গড়েছিলো অস্ট্রেলিয়া। জবাবে ৩৪ রানে ২ উইকেট হারানোর অবস্থায় নেমে ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন লিভিংস্টোন, জ্যাকব বেথেল ২৪ বলে করেন ৪৪। ৩ উইকেটের জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতায় আসে ইংল্যান্ড।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে বেশিরভাগ সময় নিচের দিকেই ব্যাট করতেন লিভিংস্টোন। স্লগ ওভারের ঝড় বা ফিনিশিংয়ের চাহিদা মেটানোই হতো তার কাজ। এদিন লিভিংস্টোনকে পাওয়া যায় ভিন্ন ভূমিকায়। চারে নেমে দায়িত্ব নিয়ে খেলেছেন তিনি।
ম্যাচ সেরা হয়ে পরে জানান, ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া তাকে দায়িত্বশীল করেছে, 'পাঁচ, ছয় বা সাতে আসা সহজ না। উপরে নামা আমাকে বাড়তি দায়িত্ববোধ দিয়েছে। আমি অনুভব করেছি আমার ব্যাটে-বলে ভালো সংযোগ হচ্ছে।'
বেশ কিছুদিন যাবত চোটও ভুগাচ্ছিলো লিভিংস্টোনকে। সেসব পার করে এখন তিনি শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় আছেন বলে জানালেন, 'আমার শরীর এখন সতেজ, স্বাভাবিক হয়ে এসেছে। এটা (চোট) আমাকে জীবনে শিক্ষা দিয়েছে। আমি এখন আমার খেলাটা উপভোগ করছি, মুখে হাসি ফিরে পেয়েছি।'
রোববার ম্যানচেস্টারে সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড -অস্ট্রেলিয়া।
Comments