বিসিবি সভাপতির জিজ্ঞাসা, ‘তামিম অবসর নিয়েছে নাকি?’

ছবি: বিসিবি

প্রায় এক বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল ছিলেন ক্রিকেটারদের সঙ্গে নতুন বিসিবি সভাপতি আনুষ্ঠানিক বৈঠকে। গত বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন ফারুক আহমেদ। সেখানে তামিমের উপস্থিতির কারণ নিয়ে তৈরি হয় জল্পনা-কল্পনা। এবার ফারুক জানালেন, অন্য কোনো পরিচয়ে নয়, ক্রিকেটার হিসেবেই গিয়েছিলেন তামিম।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের বোনাস হিসেবে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় ৩ কোটি ২০ লাখ টাকার বোনাস। এরপর গণমাধ্যমকে ফারুক ব্যাখ্যা দেন ক্রিকেটারদের সঙ্গে তার সেই বৈঠকের ব্যাপারে, 'তামিম এসেছিল। দেখুন, আমি সভাপতি হওয়ার পর খেলোয়াড়দের সাথে ওভাবে বসতে পারিনি। প্রথম কথা হলো, ওরা এসেছিল আমার সাথে দেখা করার জন্য। দ্বিতীয় কথা হলো, যেহেতু একটু কঠিন সময় যাচ্ছে... বিপিএলসহ আমাদের লিগগুলো সময়মতো কীভাবে হবে, ওদের দিক থেকে কিছু প্রস্তাবনা ছিল। আমরা আলোচনা করেছি, কীভাবে এগুলো ঠিকমতো করতে পারি।'

পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের পর ক্রিকেটারদের সঙ্গে গত পরশু সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরে বোর্ড সভাপতির কক্ষে যান খেলোয়াড়রা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মুশফিকুর রহিমদের পাশাপাশি ওই বৈঠকে ছিলেন সাবেক অধিনায়ক তামিম।

তামিমকে নিয়ে গুঞ্জনের প্রসঙ্গে পাল্টা প্রশ্ন করেন বোর্ড প্রধান, 'আপাতত ক্রিকেটার (হিসেবেই এসেছিল তামিম)। সে অবসর নিয়েছে নাকি (হাসি)?'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বোনাস দেওয়ার জন্য এই আয়োজন নিয়ে ফারুক বলেন, 'আজকে তিনি (ক্রীড়া উপদেষ্টা) বিশেষভাবে আলাদা করে দেখা করতে চেয়েছেন। আপনারা জানেন, কালকে দল ভারত সফরে চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সফর। সেজন্য মূলত আজকের এই আয়োজন।'

বিসিবি সভাপতি জানান, বোনাস হিসেবে পাওয়া টাকার একটি অংশ সাম্প্রতিক বন্যা ও জুলাই-অগাস্টে হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দেবেন ক্রিকেটাররা, 'আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই সময়ে আমরা অনেকগুলো বিষয়ে সংগ্রাম করছি। সহমর্মিতা জানিয়ে আমি আগেও বলেছি যে, বন্যা গেল... তারপর এত ছাত্র-জনতা সংগ্রাম করছে, ১৫ থেকে ২০ হাজারের মতো (আহত হয়েছেন)। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তারা (বোনাসের) একটা অংশ দেবেন।'

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs: information adviser

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

29m ago