ভারতে যাওয়ার আগে শান্ত

‘লম্বা চিন্তা না করে’ পাঁচদিন ভালো খেলার পরিকল্পনা বাংলাদেশের

Najmul Hossain Shanto

পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ করার পর প্রত্যাশা বেড়ে গেছে বাংলাদেশের সমর্থকদের। সেই পারদ খুব ভালো করে টের পাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন প্রতিপক্ষের শক্তি, সামর্থ্যের কথা। জেতার ইচ্ছা প্রকাশ করেও ভারতে যাওয়ার আগে শান্ত জানান, তাদের প্রাথমিক লক্ষ্য পাঁচদিন ভালো খেলা।

রোববার দুপুরে ঢাকা থেকে সরাসরি চেন্নাইর ফ্লাইট ধরছে বাংলাদেশ দল। সেখানেই ১৯ সেপ্টেম্বর থেকে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সামনে এসে বাস্তবতার নিরিখে নিজেদের প্রত্যাশা আর পরিকল্পনা জানান শান্ত,  'এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেও আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ...আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করা। নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং।'

বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে ভারত। বাংলাদেশ সেখানে নয়ে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে ভারত, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এই তালিকায় আছে চারে।

টেস্টে এখনো ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এবার কি সেই প্রথমের দেখা মিলবে? শান্ত সেই আশা করলেও তার কণ্ঠে সতর্কতার সুর,  'আমি একটু আগে যেটা বললাম সিরিজ চ্যালেঞ্জিং হবে। যদি র‍্যাঙ্কিং দেখেন ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সম্প্রতি আমরা ভালো খেলছি। ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কীভাবে পাঁচদিন ভালো খেলতে পারি। ফলটা শেষ দিনে শেষ সেশনে গিয়ে হয়। পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে।'

রোববার ঢাকা থেকে কোচিং ও সাপোর্ট স্টাফের সঙ্গে সাকিব আল হাসান ছাড়া স্কোয়াডের বাকি ক্রিকেটাররা রওয়ানা দিয়েছেন। সারের হয়ে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা সাকিব লন্ডন থেকে চেন্নাই এসে যোগ দিচ্ছেন দলে।

Comments

The Daily Star  | English

Inside the 3-year plan to fix banks

Bangladesh has committed to a sweeping overhaul of its troubled financial sector, outlining a detailed three-year roadmap as part of its latest agreement with the International Monetary Fund.

8h ago