সালমা-রুমানাকে নিয়ে বিকল্প ভাবনা বিসিবির
মাঝে ১৬ মাসেরও বেশি সময় পর এশিয়া কাপের দলে ডাক পেয়েছিলেন রুমানা আহমেদ। তবে সুবিধা করে উঠতে পারেননি। সালমা খাতুন দলের সঙ্গে নেই প্রায় এক বছর। এ দুই তারকা ক্রিকেটার আপাতত আর বিসিবির ভাবনায় নেই বলেই জানিয়েছেন নারী ক্রিকেটের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। তবে চাইলে একটি ম্যাচ খেলিয়ে মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা করবে বিসিবি।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে রাখা হয়নি রুমানা ও সালমাদের মতো অভিজ্ঞ তারকাদের। প্রথমবারের মতো ডাক পাওয়া তাজ নেহারই দলের বড় চমক।
সংবাদ সম্মেলনে এদিন রুমানাকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠতে শিপন বলেন, 'রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার হিসেবে। কিন্তু সে ভালো ব্যাট করেনি। এই মুহূর্তে আমার মনে হয়েছে তার ব্যাটিং, আসলে টি-টোয়েন্টির সঙ্গে যাচ্ছে না। এ জায়গায় আমরা ভিন্নভাবে চিন্তা করেছি। ওর জায়গায় নতুন খেলোয়াড় এসেছে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার হিসেবে মিডল অর্ডারে সাপোর্ট দিতে পারবে।'
উঠে আসে দীর্ঘদিন বাইরে থাকা আরেক তারকা সালমা খাতুনের প্রসঙ্গ। তবে কোনো রাখঢাক না রেখে তার কোনো সুযোগ নেই বলেই জানিয়ে দিলেন এই নির্বাচক, 'সালমা আপাতত নেই। এক বছর হয়ে গেছে দলে নাই।'
তবে চাইলে একটি বিদায়ী ম্যাচ খেলতে পারেন এ দুই অভিজ্ঞ ক্রিকেটার। শিপনের ভাষায়, 'সালমা-রুমানার ব্যাপারটা হলো, বোর্ডের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। ওরা যদি শেষ খেলাটা খেলতে চায়, ওদের স্বাগত জানাবো। একটা ম্যাচ খেলিয়ে ওদের আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে পারবো।'
একই সঙ্গে তাদের বিকল্প ভাবতেও বলে দিয়েছেন নির্বাচকরা। চলতি বছরই হয়তো এ দুই অভিজ্ঞ ক্রিকেটার বিদায় বলে দিতে পারেন বলে জানান, 'এটাও বলেছি, বোর্ডের কোনো জায়গায় ওরা চেষ্টা করতে পারে কোচিং বা আম্পায়ারিংয়ে। ওরা এভাবে চিন্তা করছে। সম্ভবত এই বছর খেলবে, তারপর আমার মনে হয় না।'
Comments