টস জিতে বোলিং নিল বাংলাদেশ
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষ এসেছে বাংলাদেশের। গুরুত্বপূর্ণ টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরুর আগে আকাশ কিছুটা মেঘলা। শান্ত জানান এই কন্ডিশনে পেসাররা সুবিধা পাবে তাই বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানান, টস জিতলেও তিনিও বোলিং বেছে নিতেন।
Toss Update from Chennai
Bangladesh have elected to bowl against the @ImRo45-led #TeamIndia in the first #INDvBAN Test!
Follow The Match https://t.co/jV4wK7BOKA @IDFCFIRSTBank pic.twitter.com/bbzAoNppiX— BCCI (@BCCI) September 19, 2024
চেন্নাইতে খেলা হচ্ছে লাল মাটির উইকেটে। যেখানে বাউন্স ও গতি থাকবে। এমন উইকেটে দুই দলের সমন্বয়ই একইরকম। তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে ভারত-বাংলাদেশ। দুই দলের বিশেষজ্ঞ স্পিনাররাই আবার অলরাউন্ডার।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সর্বশেষ টেস্ট থেকে একাদশে কোন বদল আনেনি বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানাই তাই পেসে বিভাগে আছেন। তাদের সঙ্গে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ মিলে বাংলাদেশের বোলিং আক্রমণ।
ভারত একাদশে লম্বা সময় পর ফিরেছেন লোকেশ রাহুল। তাকে জায়গা দিতে বেঞ্চে বসতে হচ্ছে সরফরাজ আহমেদকে। গত সিরিজের ছুটি কাটিয়ে বিরাট কোহলিরও এটি ফেরার টেস্ট। পেস আক্রমণে দলটি জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজের সঙ্গে আকাশ দীপকে খেলাচ্ছে। দুই তুখোড় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা মিলে ভারতের বোলিং আক্রমণ ধারালো।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারত একাদশ: রোহিত শর্মা, যশভি জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিট বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।
Comments