হাসানের তোপের পর জয়সওয়াল-পান্তের প্রতিরোধ
হাসান মাহমুদের চোখ ধাঁধানো স্যুয়িং বোলিংয়ে বাংলাদেশের দারুণ শুরুর পর প্রতিরোধ গড়েছে ভারত। যদিও রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে তুলে নিয়ে প্রথম সেশন বাংলাদেশের।
বৃহস্পতিবার চেন্নাইতে প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে ভারত। যশভি জয়সওয়াল ৩৭ ও রিশভ পান্ত ৩৩ রান নিয়ে ক্রিজে আছেন। এই দুজনের জুটিতে উঠেছে ৫৪ রান। ৭ ওভারের স্পেলে ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন হাসান।
নতুন বল হাতে নিয়ে শুরুতেই ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে থাকেন হাসান। ছোট স্যুয়িংয়ে বল ভেতরে ঢুকিয়ে ব্যাটারদের পরাস্ত করতে থাকেন তিনি। রোহিত তার বলে একবার এলবিডব্লিউর হাত থেকে আম্পায়ার্স কলে বেঁচে গেলেও থিতু হতে পারেননি। ভারত অধিনায়ককে স্লিপে ক্যাচ বানান হাসান। ১৯ বলে ৬ রান করে ফেরেন তিনি।
তিনে নামা গিল রানের খাতাই খুলতে পারেননি। তিনি অবশ্য ফেরেন আলগা শট খেলে। লেগ স্টাম্পের অনেক বাইরের বল মারতে গিয়ে কিপার লিটন দাসের গ্লাভসে জমা পড়েন গিল।
২৮ রানে ২ উইকেট হারানোর পরিস্থিতিতে দলকে ভরসা দিতে পারেননি কোহলি। ভারতের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার হাসানের বলে ড্রাইভ করতে গিয়ে জমা পড়েন লিটনের গ্লাভসে। দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত।
এরপর দুই বাঁহাতি জয়সওয়াল ও পান্ত মিলে প্রতিরোধ। বিশেষ করে পান্ত খেলতে থাকেন চেনা ঢঙে। ৪৪ বলে ৫টি বাউন্ডারি বের করে থিতু হয়ে পড়েছেন তিনি। তরুণ ওপেনার জয়সওয়াল ৬ চারে ৩৭ রান করে স্বাগতিকদের দিচ্ছেন ভরসা।
Comments