চেন্নাই টেস্ট

ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১১২ রান। মেহেদী হসান মিরাজ ১২ করে ক্রিজে আছেন। শেষ দুই ব্যাটারকে নিয়ে রান বাড়ানোর দায়িত্ব তার। এই সেশনে বাংলাদেশ হারায় ৫ উইকেট, তুলতে পারে ৮৬  রান।
Indian Cricket team
বাংলাদেশের উইকেট ফেলে ভারতীয়দের উল্লাস। ছবি: বিসিসিআই

৪০ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। তবে অর্ধশতরানের জুটির পর এই দুজন ফিরে গেলে ফের মহাবিপদে পড়ে বাংলাদেশ দল। 

শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১১২ রান। মেহেদী হসান মিরাজ ১২ করে ক্রিজে আছেন। শেষ দুই ব্যাটারকে নিয়ে রান বাড়ানোর দায়িত্ব তার। এই সেশনে বাংলাদেশ হারায় ৫ উইকেট, তুলতে পারে ৮৬  রান। ফলোঅন এড়াতেই এখনো দরকার ৬৫ রান।

৩ উইকেটে ২৬ রান নিয়ে লাঞ্চ থেকে ফিরে শান্ত-মুশফিক এগুতে পারেননি বেশি। অনেকদিন ধরে ছন্দহীন বাংলাদেশ অধিনায়ক ২০ রান করে থেমে যান। মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে স্লিপে বিরাট কোহলির হাতে জমা পড়েন বাঁহাতি ব্যাটার।

অভিজ্ঞ মুশফিক কাবু বুমরাহর বলে। ৮ রান করা ডানহাতি ব্যাটার খোঁচা মেরে স্লিপে দেন ক্যাচ। ৪০ রানে ৫ উইকেট পড়ে কেঁপে উঠে সফরকারীদের ইনিংস।

এরপর প্রতিরোধ গড়েন সাকিব-লিটন। দুজনে খেলছিলেন সাবলীল। জুতসই গতিতে রানও আনছিলেন তারা। জুটিতে ৫০ পেরুনোর পর ভুল করে বসেন লিটন। উইকেটের খোঁজে থাকা ভারত দুই প্রান্ত থেকেই স্পিন চালাতে থাকে।

রবীন্দ্র জাদেজার বাঁহাতি স্পিনে লিটন খুব বেশি প্রভাব বিস্তার করতে পারছিলেন না। তাকে সুইপের চেষ্টায় যান তিনি। তবে প্রয়োগ হয় নাজুক। টপ এজড হয়ে ক্যাচ যায় স্কয়ার লেগে। ৪২ বলে ২২ করে ফেরেন ছন্দে থাকা বাংলাদেশের কিপার-ব্যাটার।

জাদেজার পরের ওভারে ভুল করে বসেন সাকিবও। তিনিও যান সুইপ করতে, রানের খোঁজে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন। বল তার ব্যাট ও বুটে লেগে জমা পড়ে রিশভ পান্তের গ্লাভসে। ৯২ রানে ৭ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

8h ago