'রেগুলার প্র্যাকটিস', মিরপুরে দ. আফ্রিকার পর্যবেক্ষক দল নিয়ে বিসিবি

রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছুদিন আগেই বাংলাদেশ থেকে সরে গিয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি: ফিরোজ আহমেদ

এবার বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তা আর সম্ভব হয়নি। এরমধ্যেই আবার সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছে দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল। ফলে এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে বিষয়টি স্রেফ 'রেগুলার প্র্যাকটিস' বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস।

আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে সার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুটি টেস্টের এই সিরিজটি সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতেই মূলত আজ সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পরিদর্শন করেছে দেশটির একটি প্রতিনিধি দল। আগের দিন এই দলটি পরিদর্শন করেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও। এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মিরপুর ও চট্টগ্রামে হতে পারে ম্যাচ দুটি। তবে প্রোটিয়া দলের সফরের পরই চূড়ান্ত হবে বিষয়টি।

এ প্রসঙ্গে সাংবাদিকদের নাফীস বলেন, 'আমরা এটা রেগুলার প্র্যাকটিস হিসেবে দেখি। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড তাদের প্রতিনিধি দল পাঠিয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকা পাঠিয়েছে। খুবই রুটিন একটা প্রোগ্রাম ছিল। যে দুইটা ভেন্যুতে খেলা হবে, হোটেল এবং ওভারঅল সিকিউরিটি কেমন তারা পরিদর্শন করেছে। আমরা কীভাবে সিকিউরিটি প্রদান করে থাকি তারা সেটা দেখেছে। সাধারণত অন্য আন্তর্জাতিক দল বাংলাদেশে এলে আমরা যে নিরাপত্তা দিয়ে থাকি, সেটা তাদেরকে দেখিয়েছি।'

তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সিরিজটি নিয়ে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত হতে যাচ্ছে সিরিজটি। প্রোটিয়াদের আশ্বস্ত করতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে বিসিবি। এই নিরাপত্তা ব্যবস্থার সর্বাত্মক প্রস্তুতি হিসেবে গেল কয়েক দিন ধরেই মিরপুরে চলছে মহড়া। আজও ছিল সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যস্ততা। সেনাবাহিনীর সঙ্গে ছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও।

মূলত এই প্রস্তুতিই প্রোটিয়াদের প্রতিনিধি দল দেখতে এসেছিলেন বলে জানান নাফীস, 'কিছুদিন আগে আমাদের দেশের পট পরিবর্তন হয়েছে। যে পরিবর্তনের কারণে দুর্ভাগ্যবশত আমরা মেয়েদের বিশ্বকাপের স্বাগতিক হতে পারিনি। এই কারণে তাদের একটু চিন্তা ছিল। দেশের সার্বিক পরিস্থিতিটা কি এবং আমরা কীভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছি সেটা তারা দেখতে এসেছিল। দক্ষিণ আফ্রিকা থেকে এর আগে কোনো প্রতিনিধি দল আসেনি। যেহেতু সাম্প্রতিক সময়ে আমরা বিশ্বকাপটা আয়োজন করতে পারিনি, এজন্য তারা আমাদের প্রস্তুতিটা দেখতে এসেছে।'

'আমি ব্যক্তিগতভাবে এবং বিসিবির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করে সেটা শুধুমাত্র আর বিসিবির থাকে না, এটার দায়িত্ব বাংলাদেশ সরকারও নেয়। আমরা দৃঢভাবে বিশ্বাস করি, গত দুইদিন যে প্রোগ্রাম হয়েছে আমি মনে করি কারোই নিরাপত্তা নিয়ে সংশয় থাকা উচিত না। থাকবে না আশা করি,' যোগ করেন নাফীস।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago