কানপুরে তিন স্তরের নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশ দল
সিরিজের আগেই হিন্দু মহাসভা নামের এক সংগঠন কানপুর টেস্ট ঘিরে হুমকি দিয়েছিলো। তাদের হুমকিতে ভেন্যু বদল হয় কিনা এমন একটা শঙ্কাও কাজ করেছে। তবে সূচি অনুযায়ী কানপুরেই হতে যাচ্ছে ম্যাচ। এবং খেলা নির্বিঘ্নে আয়োজন করতে উত্তরপ্রদেশ প্রশাসন বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে।
বাংলাদেশে ক্ষমতার পালাবদল কেন্দ্র করে চলমান রাজনৈতিক অস্থিরতায় আক্রান্ত হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়। হিন্দুদের উপর বাংলাদেশে হামলার প্রতিবাদেই কানপুর টেস্ট বাতিলের দাবি জানায় হিন্দু মহাসভা। খেলা হলে তারা প্রতিহত করারও ঘোষণা দেয়।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সংগঠনটির দাবি আমলে নেয়নি। দেশটির কেন্দ্রীয় সরকার ও উত্তর প্রদেশ রাজ্য সরকারও কঠোরভাবে হিন্দু মহাসভাকে দমন করে খেলা আয়োজন করছে। ইতোমধ্যে সংগঠনটির কয়েকজন কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।
সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে মঙ্গলবারই কানপুরে পৌঁছায় ভারত ও বাংলাদেশ দল। দুই দলকেই বিপুল মানুষ অভ্যর্থনা দিয়ে গ্রহণ করেন।
বুধবার কানপুরের গ্রিন পার্কে সকাল থেকে অনুশীলন করছে নাজমুল হোসেন শান্তর দল। তাদের অনুশীলনে আছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কানপুরের ডিসিপি রাজেশ শ্রীভাস্তাব দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন টেস্ট ঘিরে তারা যেভাবে সাজিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা, 'এখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। একটা হচ্ছে আইসোলেশন কর্ডন। যেটা মাঠ, পিচ ও স্পর্শকাতর এলাকাকে সুরক্ষা করবে। মাঝের আরেক স্তর থাকবে প্যাভিলিয়নে। এরপর বাইরে রাস্তার দিকে থাকবে আরেক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।'
একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সব দেখভাল করা হবে। পুরো এলাকা ঘিরে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে বলে জানান তিনি।
এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা বিভিন্ন বিভাগের নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন। পুলিশের এই কর্মকর্তা জানান, দুই দলকেই সমান নিরাপত্তা বলয়ের ভেতর রাখা হবে।
২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর গোয়ালিয়রে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই শহরেও ম্যাচের দিন অবরোধ ঢেকেছে হিন্দু মহাসভা।
Comments