কানপুর টেস্ট

সাকিবকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন হাথুরুসিংহে

চেন্নাইতে বল হাতে সক্রিয় দেখা যায়নি সাকিবকে। দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন তিনি। ব্যাটিংয়েও থিতু হয়ে বড় রান করতে পারেননি।
Shakib Al Hasan & Chandika Hathurusingha
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলাপ করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফিরোজ আহমেদ

চেন্নাই টেস্ট চলাকালীন সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে কথা উঠেছিলো। টেস্ট শেষে নির্বাচক হান্নান সরকারও জানিয়েছিলেন, বল করার সময় আঙুলে চোট পেয়ে ব্যথা অনুভব করেছেন এই তারকা। তাকে পর্যবেক্ষণে রাখার কথাও জানিয়েছিলেন তিনি। কানপুরে গিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, দলের শীর্ষ তারকাকে নিয়ে কোন শঙ্কা নেই। তিনি খেলার জন্য প্রস্তুত।

চেন্নাইতে বল হাতে সক্রিয় দেখা যায়নি সাকিবকে। দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন তিনি। ব্যাটিংয়েও থিতু হয়ে বড় রান করতে পারেননি।

সাকিব খেলার মতন ফিট আছেন কিনা এই নিয়ে শুরু হয় প্রশ্ন। ধারাভাষ্যকার মুরালি কার্তিক সাকিবের আঙুলের চোটের খবর দিয়ে আলোচনা উস্কে দেন। যদিও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানায়, সাকিব শতভাগ ফিট হয়েই খেলতে নেমেছেন।

চেন্নাই টেস্টের পর গণমাধ্যমকে হান্নান বলেন, 'কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।'

বুধবার দলের অনুশীলন শেষে গণমাধ্যমে হাথুরুসিংহে জানান, সাকিবের চোটের ব্যাপারে তিনি অবগত না। এই খেলোয়াড় পুরোপুরি ফিট আছেন বলেই তিনি নিশ্চিত হয়েছেন, 'সাকিবের সম্পর্কে বলব তাকে নিয়ে এই মুহূর্তে কোন সংশয় নেই। আমি ফিজিও বা কারো কাছ থেকে কিছু শুনিনি। কাজেই সে খেলার জন্য প্রস্তুত।'

২৭ সেপ্টেম্বর কানুপুরে শুরু হতে যাওয়া টেস্টের উইকেট স্পিন সহায়ক হতে পারে বলে শোনা যাচ্ছে। সেরকম হলে ম্যাচে সাকিবের থাকবে বড় ভূমিকা। 

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

10h ago