ভারত সফরে টি-টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ
সাকিব আল হাসান অবসর ঘোষণা করায় টি-টোয়েন্টি সংস্করণে মেহেদী হাসান মিরাজের ফিরে আসার ব্যাপারটি অনুমিতই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। প্রায় ১৪ মাস পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ফিরে এসেছেন এই অলরাউন্ডার। এছাড়া স্কোয়াডে রয়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও বাঁহাতি রাকিবুল হাসান।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বাংলাদেশের সবশেষ দল থেকে সাকিব ছাড়াও বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভির ইসলাম।
সবশেষ গত বছরের জুলাইয়ে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মিরাজ। এবার সাকিব অবসর নেওয়ায় ফেরার রাস্তাটা সহজ হয়ে যায় তার। শেষ পর্যন্ত ফিরেও আসেন। এছাড়া সৌম্য সরকার নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হওয়ায় ফের সুযোগ পেয়েছেন পারভেজ। তানভিরের জায়গায় নেওয়া হয়েছে আরেক বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে।
২০২২ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় পারভেজের। এরপর হাংজুতে এশিয়ান গেমসের দলে থাকায় খেলেছেন আরও দুটি ম্যাচ। জাতীয় দল না খেললেও সে আসরকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তালিকাভুক্ত করেছিল আইসিসি। সে আসরেই অভিষেক হয়ে রাকিবুলের।
এদিকে চোট কাটিয়ে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান সফরে পাওয়া চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বাকি তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান রয়েছেন স্কোয়াডে।
গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি–টোয়েন্টি ম্যাচ। এরপর ৯ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচ। হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
ভারত সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।
Comments