আড়াই দিন পর মাঠে গড়াল কানপুর টেস্ট
অবশেষে রৌদ্রোজ্জ্বল একটি দিনের দেখা পেল কানপুর। ফলে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। মাঝে আড়াই দিনেরও বেশি সময় পর চতুর্থ দিনে এসে ফের শুরু হয়েছে খেলা।
সোমবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নির্ধারিত সময়েই শুরু হয়েছে খেলা। বাংলাদেশ সময় সকাল ১০টা মাঠে নামেন টাইগাররা। প্রথম দিনের ৩ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উইকেটে আছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক (৪০) এবং মুশফিকুর রহিম (৬)।
তবে আগের তিন দিনের খেলা ভেস্তে যাওয়ায় ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে এদিন আধা ঘণ্টা বাড়তি খেলানো কথা রয়েছে। সেক্ষেত্রে প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বাড়তি খেলা হবে। প্রথম সেশন চলবে স্থানীয় সময় বেলা পৌনে ১২টা পর্যন্ত। আর দ্বিতীয় সেশন ১২টা ২৫ মিনিটে শুরু হয়ে ২টা ৪০ মিনিটে শেষ হবে।
ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনেই এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। দেরিতে হয় টসও। এরপর ৩৫ ওভার খেলা হতেই নামে বৃষ্টি। যে কারণ পরিত্যক্ত হয় দিনের বাকি খেলা। এরপর দ্বিতীয় দিনেও নামে বৃষ্টি। যে কারণে পরিত্যক্ত হয় সেদিনের খেলাও।
তবে চতুর্থ দিনে হয়নি কোনো বৃষ্টি। তবে আকাশ মেঘলা ছিল। তাতে দ্বিতীয় সেশন থেকে খেলা শুরুর আশা করেছিল ভক্তরা। কিন্তু তারপরও খেলা শুরু করা সম্ভব হয়নি। আলোকস্বল্পতার সঙ্গে ছিল ভেজা আউটফিল্ডও। তবে চতুর্থ দিনে আলো ঝলমলে পরিবেশ থাকায় শুরু হয়েছে খেলা।
Comments