বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন এই সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ছবি: এএফপি

চূড়ান্ত হলো বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় খেলাগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন এই সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নয় বছর পর প্রোটিয়ারা আসছে বাংলাদেশ সফরে। এই সিরিজে কেবল টেস্টই খেলবে দুই দল।

আগামী ২১ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। প্রায় তিন সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে এসে পৌঁছাবে আগামী ১৬ অক্টোবর। সিরিজ শেষে তারা দেশে ফিরে যাবে ৩ অক্টোবর।

বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় সূচি ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকার একটি নিরাপত্তা প্রতিনিধি দল কয়েকদিন আগে এসেছিল বাংলাদেশ সফরে। দেশটির ক্রিকেট বোর্ডের (সিএসএ) বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশে সরেজমিন পরিদর্শন সফরের পর প্রতিনিধি দলের সুপারিশের ভিত্তিতে সিএসএ সিরিজটিকে সবুজ সংকেত দিয়েছে।'

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল প্রোটিয়ারা। সেবার খেলা হয়েছিল তিন সংস্করণেই। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল সফরকারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা পেয়েছিল ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়ের স্বাদ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়েছিল মূলত বৃষ্টির কারণে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত মোট ১৪ টেস্ট খেলেছে বাংলাদেশ। তাদের অর্জন কেবল বিরূপ আবহাওয়ার কল্যাণে পাওয়া ওই দুটি ড্র। বাকি সব টেস্টেই হেরেছে তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের পয়েন্ট তালিকায় বাংলাদেশ আছে পাঁচ নম্বরে। সাত ম্যাচ খেলে তিন জয় ও চার হারে তাদের অর্জন ৩৩ পয়েন্ট। বাংলাদেশের ঠিক পেছন অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার। তারা ছয় ম্যাচ খেলে দুই জয়, তিন হার ও এক ড্রয়ে পেয়েছে ২৮ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago