ম্যাচ বাঁচানোর লড়াইয়ে শুরুতেই নেই মুমিনুল
মাঝে দুই দিন তো এক বলও মাঠে গড়ায়নি। প্রথম দিনেও খেলা শুরু হয়েছিল এক ঘণ্টা দেরিতে। তবে চতুর্থ দিনের মতো পঞ্চম দিনেও নির্ধারিত সময়েই শুরু হয়েছে খেলা। ম্যাচে বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। তবে শুরুতেই আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হককে হারিয়ে ধাক্কা খেয়েছে দলটি।
মঙ্গলবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম ও শেষ দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৩৮ রান করেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ১৫ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ রানে ব্যাটিং করছেন। এখনও ১৪ রানে পিছিয়ে আছে টাইগাররা।
সকালে দিনের তৃতীয় ওভারের তৃতীয় বলেই মুমিনুলকে তুলে নেন অশ্বিন। ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামলেও কিছুটা আগ্রাসী ছিলেন এই ব্যাটার। শুরু থেকেই সুইপ খেলার চেষ্টা চালাচ্ছিলেন। আরও একটি মারতে গিয়ে ব্যাটে ঠিকঠাক সংযোগ না হলে লেগ স্লিপে দাঁড়ানো লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দেন মুমিনুল। ৮ বলে ২ রান আসে তার ব্যাট থেকে।
প্রথম ইনিংসে ২ রানে পিছিয়ে থেকে প্রথম দিনেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার জাকির হাসানকে হারানোর পর নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদকেও হারায় দলটি। এরপর মাঠে নামেন মুমিনুল। সাদমানের সঙ্গে চতুর্থ দিনটা শেষ করলেও পঞ্চম দিনের শুরুতেই বিদায় নেন তিনি।
Comments