৯ মাস পর পাকিস্তানের টেস্ট একাদশে জামাল, ফিরলেন নাসিম ও শাহিন

আমির জামাল। ছবি: এএফপি

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্টে পাকিস্তানের স্কোয়াডে ছিলেন আমির জামাল। কিন্তু ফিটনেস ঘাটতির কারণে খেলা হয়নি তার। অবশেষে দীর্ঘ নয় মাস পর টেস্ট একাদশে ফিরলেন পিঠের চোট থেকে সেরে ওঠা এই পেস বোলিং অলরাউন্ডার।

মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগের দিন (রোববার) একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। তিন বিশেষজ্ঞ পেসার আছেন সেখানে। জামালের পাশাপাশি ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ওই টেস্ট থেকে বাদ পড়েছিলেন এই দুজন।

জামাল, শাহিন ও নাসিমকে জায়গা দিতে বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে খেলা মোহাম্মদ আলী, মীর হামজা ও খুররম শাহজাদ। একাদশে বিশেষজ্ঞ স্পিনার কেবল একজন— আবরার আহমেদ। দলের প্রয়োজনে অফ স্পিন করতে দেখা যেতে পারে আগা সালমানকে।

বোলিং বিভাগে বদল এলেও ব্যাটিং লাইনআপ অপরিবর্তিত রেখেছে পাকিস্তান। সবশেষ সিরিজে নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই টেস্টে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে হেরেছিল শান মাসুদের দল।

একাদশ নির্বাচন নিয়ে পাকিস্তান অধিনায়ক মাসুদ বলেন, 'খেলোয়াড়দের মধ্যে অনেক যন্ত্রণা রয়েছে। সব মিলিয়ে ২০২৪ সাল পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো বছর নয়। আমরা আমাদের ভক্তদের খুশি দেখতে চাই। যেহেতু এখানে ধর্মের পরই ক্রিকেটের অবস্থান, সবাই ক্রিকেট দল সম্পর্কে খবর রাখে, তাই আমরা যন্ত্রণা পাচ্ছি।'

তিনি যোগ করেন, 'মুক্তির উপায় হলো ইতিবাচক থাকা। আমরা অতীত নিয়ে আর ভাবছি না। আমরা একাদশ নির্বাচনে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। আমরা কিছু খেলায় হেরেছি বলেই কেউ বাদ পড়েছে বা পরিবর্তন আনা হয়েছে তা নয়।'

ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানিরা। মুলতানে বাংলাদেশ সময় আগামীকাল সোমবার সকাল ১১টায় শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আব্দুল্লাহ শাফিক, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, আমির জামাল, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।

Comments

The Daily Star  | English

Jatiya Party HQ set afire, vandalised

The Jatiya Party headquarters at the capital’s Kakrail was set on fire and vandalised last night by a group of people who claimed themselves to be “anti-fascist students, workers, and masses”.

2h ago