আজই শেষ মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি অধ্যায়?

এখন পর্যন্ত ১৭৭টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ক্রিকেট মহলে জোড় গুঞ্জন চলছে, এখন টি-টোয়েন্টি ক্যারিয়ারের পর্দা নামানোর সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছেন অভিজ্ঞ এই তারকা।
গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে ভারত সিরিজ থেকে একটি নতুন পদ্ধতির কথা বলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 'এই সিরিজ থেকে, আপনি দেখতে পাবেন যে আমাদের খেলোয়াড়রা একটি নতুন পদ্ধতিতে খেলার চেষ্টা করছে।'
যেহেতু এই ভারত সিরিজে অনেক তরুণ খেলোয়াড় আসছে, তাতে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। মাহমুদউল্লাহ যে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের অবসর নিয়ে চিন্তা করছেন তার ইঙ্গিত পাওয়া গিয়েছে শান্তর উত্তরে।
'এটি তার (মাহমুদুল্লাহ) জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ এবং সম্ভবত তিনি নির্বাচকদের সঙ্গে কথা বলবেন, আমি সে বিষয়ে খুব স্পষ্ট নই। তবে আমি মনে করি যে নির্বাচক এবং বোর্ডের সঙ্গে অবশ্যই আলোচনা হবে,' মাহমুদউল্লাহ প্রসঙ্গে এমনটাই বলেন অধিনায়ক।
এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ ছিল, যেমনটি শান্ত বলেছেন, মিডিয়া থেকে পাল্টা প্রশ্ন, এটাই কি মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টি সিরিজ?
'আমরা এটা নিয়ে কোনো আলোচনায় যাইনি। সামনে এগিয়ে দেখা যাক এটা (আলোচনা) হয় কিনা। আমি সিরিজ শুরুর আগে এই আলোচনায় যেতে চাই না,' উত্তরে বলেছেন শান্ত।
শান্তর সংবাদ সম্মেলনের পর থেকেই জল্পনা শুরু হয়ে যায় ক্রিকেট মহলে। আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়েও বেশ সমালোচনা হয়েছে, বিশেষ করে তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে।
জানা গেছে, রিয়াদ একটি ঘোষণা দিতে প্রস্তুত, যা ম্যাচের এক দিন আগে প্রাক-ম্যাচের সংবাদ সম্মেলনেও হতে পারে। অপেক্ষা এখন, এই ফরম্যাট থেকে বিরতি খুঁজছেন না বরং ক্যারিয়ারের দরজা বন্ধ করে দিচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
তবে ডেইলিস্টারকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, 'এটি কোনো বিরতি নয়, তিনি টি-টোয়েন্টি অধ্যায়ের সমাপ্তি ঘটাতে চান। এই সিরিজে তার ঘোষণা করার কথা রয়েছে।'
ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসতে পারেন মাহমুদউল্লাহ। যদিও আজ ঘোষণা আসবে কিনা তা নির্ধারণ করা যায়নি। তবে সূত্র জানিয়েছে যে সিরিজের আগেই এই ফরম্যাট ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাহমুদউল্লাহ।
Comments