সাকিবকে নিয়েই মিরপুর টেস্টের দল

টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে আছেন সাকিব।
ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ থেকে কেবল একটি পরিবর্তন রয়েছে। বাদ দেওয়া হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে। তার জায়গায় নতুন করে নেওয়া হয়নি কাউকেই। অর্থাৎ ভারত সিরিজের দলের উপরেই আস্থা রেখেছেন নির্বাচকরা।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরার বিষয়ে ছিল নানা অনিশ্চয়তা। হত্যা মামলায় আসামী করা হয় তাকে। পাকিস্তান ও ভারতে সিরিজ খেলেও স্বাভাবিকভাবেই দেশে ফেরা নিয়ে ছিল সংশয়। জানা গেছে, আগামী আগামীকাল বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন এই অলরাউন্ডার।
এদিকে, ভারত সফরে কানপুর টেস্টের আগে সাকিব জানান, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই সাদা পোশাকে শেষ ম্যাচটা খেলতে চান। অন্যথায় শেষ কানপুরেই। কিন্তু শুরুতে বেশ কঠিন বার্তাই দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
পরে সাকিবকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহবান জানান ক্রীড়া উপদেষ্টা। তার ভিত্তিতে সামাজিকমাধ্যমে এক বিবৃতি দেন এই অলরাউন্ডার। তাতে কিছুটা নমনীয় হয় পরিবেশ। তার নিরাপদে দেশে ফেরা ও পরে নির্বিঘ্নে দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারেও কথা বলেন আসিফ মাহমুদ। পরে তাকে নিয়ে মিরপুর টেস্টের দল ঘোষণা করা হয়।
আগামী সোমবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
Comments