কিউইদের 'প্রথম' তিন ছাড়ানো লিডের পর ভারতের লড়াই

প্রথমবারের মতো ভারতের মাটিতে তিনশর বেশি লিড নিতে পেরেছে নিউজিল্যান্ড। কারণ প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। তবে বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে লড়ছেন তরুণ সরফরাজ খানও।

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৩১ রান করছে ভারত। তবে এখনও ২৩১ রানে পিছিয়ে আছে দলটি। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪০২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ৩৫৬ রানের ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করে ভারত। ৭২ রানের ওপেনিং জুটি গড়েন দুই ওপেনার জশভি জয়সওয়াল ও রহিত শর্মা। এই জুটি ভাঙেন অ্যাজাজ প্যাটেল। জয়সওয়ালকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। ৫২ বলে ৩৫ রান করেন এই ওপেনার।

এরপর অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক রোহিত। প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে খেলেন ৫২ রানের ইনিংস। ৮টি চার ও ১টি ছক্কায় এই রান করেন ৬৩ বলে। এরপর কোহলির সঙ্গে দলের হাল ধরেন সরফরাজ। তৃতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।

তবে কিছুটা আক্ষেপ নিয়ে দিনের শেষ বলে আউট হন কোহলি। গ্লেন ফিলিপ্সের বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। রিভিউ নিয়েছিলেন তিনি। তবে লাভ হয়নি। বুঝতেই পারেননি কিপারের কাছে যাওয়ার আগে কানায় ছুঁয়ে যায় বল। ১০২ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে অপর প্রান্তটা আগলে রেখেছেন সরফরাজ। ৭৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭০ রানে অপরাজিত আছেন এই তরুণ।

সকালে আগের দিনের ৩ উইকেটে ১৮০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তবে দ্রুতই ফিরে যান ড্যারিল মিচেল। ৪০ রানের ব্যবধানে আরও তিনটি উইকেট তুলে নেয় স্বাগতিকরা ব্লান্ডেল, ফিলিপ্সের পর ম্যাট হেনরিকে হারালে লেজ বেরিয়ে যায় দলটির। তবে এক প্রান্ত আগলে রাখেন রাচীন রবীন্দ্র।

অষ্টম উইকেটে সাউদিকে নিয়ে ১৩৭ রানের দারুণ এক জুটি গড়ে ভারতীয়দের হতাশা বাড়ান রাচীন। এ জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। সাউদিকে কভারে রবীন্দ্র জাদেজার ক্যাচে পরিণত করেন। তবে এর আগে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৭৩ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেন সাউদি।

এরপর লেজের দুই ব্যাটারকে নিয়ে এক প্রান্ত আগলে রান বাড়াতে থাকেন রাচীন। তাতে সাড়ে তিনশ ছাড়িয়ে যায় তাদের লিড। ভারতের মাটিতে এটাই প্রথম তিনশ ছাড়ানো লিড তাদের। এর আগে ২০১২ সালে কলকাতায় ২০৭ রানের লিড ছিল ভারতের মাটিতে তাদের সর্বোচ্চ।

শেষ উইকেট হিসেবে কুলদিপ যাদবের শিকার হয়ে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস খেলেন রাচীন। ১৫৭ বলের ইনিংসটি সাজাতে ১৩টি চার ও ৪টি ছক্কা মেরেছেন এই অলরাউন্ডার। ভারতের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন কুলদিপ ও জাদেজা। দুটি শিকার সিরাজের।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

26m ago